ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ইতালিতে ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞা

ইতালিতে ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞা

ইতালিতে গতকাল বুধবার থেকে ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই কঠোরতম নিষেধাজ্ঞার ফলে ইতালির আর্থিক ও ফ্যাশন রাজধানী মিলানে ধূমপায়ীদের শহরের রাস্তায় বা জনাকীর্ণ পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানা গুনতে হবে। ইতালির উত্তরাঞ্চলীয় এই শহরে যারা নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের ৪০ থেকে ২৪০ ইউরো জরিমানা করা হতে পারে। তবে এমন একটি কঠিন বিধান শহরের সমস্ত বাসিন্দারা ভালভাবে মেনে নিতে পারছে না। মিলান থেকে এএফপি এই খবর জানায়। স্থানীয় প্লাম্বার মরগান ইশাক নিষেধাজ্ঞার কার্যকরের আগে (৪৬) বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘নতুন আইনটি আমার মতে বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। আমি বাড়ির ভিতরে, বয়স্ক ব্যক্তি বা শিশুর সামনে ধূমপান না করতে রাজি, তবে আমার জন্য বাইরে ধূমপান নিষিদ্ধ করা মানে একজন ব্যক্তির স্বাধীনতাকে সীমিত করা।’ মিলানের বায়ু মানের অধ্যাদেশ ২০২০ সালে সিটি কাউন্সিল দ্বারা পাস করা হয়েছে এবং ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়েছে। ২০২১ সাল থেকে পার্ক, খেলার মাঠের পাশাপাশি বাস স্টপ এবং ক্রীড়া স্থাপনাগুলোতে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হয়েছিল। নতুন বিধান অনুসারে, ১ জানুয়ারি ২০২৫ থেকে কঠোর আইন কার্যকর হয়েছে। তবে, ‘বিচ্ছিন্ন জায়গাগুলোতে যেখানে ধূমপায়ীদের কাছ থেকে অন্য লোকদের কমপক্ষে ১০ মিটার দূরত্ব বজায় রাখা সম্ভব’ রাস্তাসহ সমস্ত পাবলিক স্পেসে প্রযোজ্য হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত