তাইওয়ানে বিরোধীদলের বাজেট সংকোচনের প্রস্তাবে নৈমিত্তিক কাজ চালাতেই বেকায়দায় পড়েছে দেশটির সরকার। নতুন বাজেট প্রস্তাব পাস হলে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাই কঠিন হয়ে পড়বে বলে গত সোমবার অভিযোগ করেছেন তাইওয়ানের প্রধানমন্ত্রী চো জুং-তাই। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পার্লামেন্টে বাজেটের ওপর ভোটাভুটির আগে সাংবাদিকদের তিনি বলেন, অপ্রত্যাশিতভাবে বাজেট সংকোচনের ধাক্কা গিয়ে পড়বে জাতীয় নিরাপত্তা থেকে স্বাস্থ্যখাত- সব ক্ষেত্রেই। প্রশাসনিক দফতরগুলো কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খাবে। সাধারণ কাজগুলো পরিচালনা করাই দুরূহ হয়ে যাবে। গত বছর প্রেসিডেনশিয়াল নির্বাচনে লাই চিং-তে জয়লাভ করলেও তার দল ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায়। ফলে ব্যয় খাতসহ শাসনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিরোধীদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।
প্রধান বিরোধীদল কুওমিনটাং (কেএমটি) ও আরেক বিরোধী দল তাইওয়ান পিপলস পার্টি যৌথভাবে প্রস্তাব করেছে, প্রাথমিকভাবে প্রস্তাবিত ৬৫৫ কোটি মার্কিন ডলারের বাজেট অন্তত সাত শতাংশ কাটছাঁট করতে চায় তারা।
তাদের দাবি, এটা সরকারি অপচয় কমানোর লক্ষ্যে নেয়া হয়েছে। কেএমটি অভিযোগ করে জানিয়েছে, ক্ষমতাসীন দল এমন একটি বাজেট রক্ষার চেষ্টা করছে, যেখানে যথেষ্ট অপব্যয় রয়েছে। তাদের দাবি, বাজেট কাটছাঁটের বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে কিন্তু ক্ষমতাসীনরা আতঙ্ক ছড়িয়ে জনমতকে প্রভাবিত করার চেষ্টা করছে।