যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ট্রান্সজেন্ডারদের নিয়োগ নিষিদ্ধ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোলাল্ড ট্রাম্প। গত ২৭ জানুয়ারি সই করা এক নির্বাহী আদেশে এই সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গঠনে কৌশলগত অগ্রাধিকারের অংশ হিসেবে এই আদেশ জারি করেছে বলে জানা গেছে। ট্রাম্পের মতে- বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগগুলো বাতিল করা এবং সামরিক বাহিনী থেকে ট্রান্সজেন্ডার মতাদর্শ সম্পূর্ণভাবে দূর করাই এই আদেশের মূল লক্ষ্য। এর আগে ২০১৭ সালেও তার প্রথম মেয়াদে ট্রান্সজেন্ডারদের সামরিক বাহিনীতে ভর্তি নিষিদ্ধ করে নির্বাহী আদেশ জারি করে ছিলেন ট্রাম্প।
২০২১ সালে প্রেসিডেন্ট জো বাইডেন সেই আদেশ বাতিল করেন। ধারণা করা হয় মার্কিন সশস্ত্র বাহিনীতে প্রায় ৮ হাজার ট্রান্সজেন্ডার সদস্য রয়েছেন। এছাড়া অন্য এক আদেশে কোভিড-১৯ মহামারির সময় বাধ্যতামূলক নিয়মাবলি মানতে অস্বীকৃতি জানানোয় বরখাস্ত প্রায় ৮ হাজার মার্কিন সেনাসদস্যকে পুনর্বহালের নির্দেশ দেন। এই সদস্যরা ২০২১ সালের আগস্ট থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে বরখাস্ত হয়েছিলেন।