ঢাকা ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু

ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। হোয়াইট হাউজে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। খবর বিবিসির। নেতানিয়াহুর দপ্তর বলেছে, ৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করবেন। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে ট্রাম্প ফেরার পর নেতানিয়াহুই প্রথম কোনো আমন্ত্রিত সরকারপ্রধান। হোয়াইট হাউজের এক কর্মকর্তা যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী সিবিএস নিউজকে জানান, আগামী সপ্তাহের শুরুর দিকেই ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যকার বৈঠক হবে। তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। গত সোমবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, নেতানিয়াহু শিগগিরই ওয়াশিংটনে তার সঙ্গে দেখা করতে আসবেন। তবে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েল ও হামাস চুক্তিতে পৌঁছানোর পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রাথমিকভাবে ছয় সপ্তাহের যুদ্ধ বিরতি চলছে। ঠিক এমন সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করতে যাচ্ছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত