দিল্লির হোটেলে ব্রিটিশ নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী শহর দিল্লির মহিপালপুর এলাকায় একটি হোটেলে এক ব্রিটিশ নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার একজন কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে। এনডিটিভির প্রতিবেদন মতে, ধর্ষণের ঘটনা ঘটে গত মঙ্গলবার। এরপর ওই নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত কৈলাস নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া শ্লীলতাহানির অভিযোগে ওয়াসিম নামে কৈলাশের এক বন্ধুকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই নারী মহারাষ্ট্র ও গোয়ায় ছুটি কাটাতে ভারতে এসেছিলেন। এরপর ইনস্টাগ্রামে কৈলাশ নামে এক যুবকের সঙ্গে তার বন্ধুত্ব হয়। তিনি কৈলাশকে ফোন দিয়ে তার সঙ্গে যোগ দেয়ার আহ্বান জানান।

কিন্তু কৈলাশ জানান, তিনি যেতে ভ্রমণ করতে পারবেন না এবং তাকে দিল্লি আসার জন্য বলেন। পুলিশের বক্তব্য অনুযায়ী, এরপর ওই নারী গত মঙ্গলবার দিল্লি আসেন এবং মহিপালপুরের এক হোটেলে ওঠেন। তিনি তখন কৈলাশকে হোটেল আসতে বলেন। কৈলাশ বন্ধু ওয়াসিমকে নিয়ে হোটেলে যান। এরপর ওইদিন রাতে কৈলাশ তাকে ধর্ষণ করে। পরদিন গত বুধবার সকালে ভুক্তভোগী ওই নারী দিল্লির বসন্ত কুঞ্জ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।