ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ঘোষণা করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো চিঠির বিষয়ে তেহরান আনুষ্ঠানিক জবাব দেবে। তবে এ বিষয়ে এখনো পর্যালোচনা চলছে এবং গণমাধ্যমে প্রচারিত নানা জল্পনা-কল্পনা সঠিক নয়। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ। সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাকাই বলেন, ট্রাম্পের চিঠির বিষয়বস্তু তার প্রকাশ্য বক্তব্যের চেয়ে খুব বেশি ভিন্ন নয়। তবে চিঠির বিস্তারিত প্রকাশ করতে তিনি অস্বীকৃতি জানান। এছাড়া, ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাম্প্রতিক সফরের সঙ্গে এই চিঠির কোনো সম্পর্ক নেই বলে তিনি স্পষ্ট করেছেন। তিনি বলেন, ওই সফর মূলত আঞ্চলিক পরিস্থিতি ও জেদ্দায় অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠক সংক্রান্ত ছিল। বাকাই আরও জানান, চিঠির বিষয়ে পর্যালোচনা শেষ হলে যথাযথ চ্যানেলের মাধ্যমে ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করা হবে।