ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে অন্তত ১৬ মাওবাদী গেরিলা নিহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ। গতকাল শনিবার সকালে সুকমা জেলায় এ গোলাগুলির ঘটনায় রাজ্য পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) দুই সদস্য আহতও হয়েছে। এ নিয়ে চলতি বছর কেবল ছত্তিশগড়েই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৩২ মাওবাদী গেরিলা নিহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। কেরলপাল থানার অন্তর্গত জঙ্গলে গতকাল শনিবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে দুইপক্ষের গোলাগুলি শুরু হয়। নিরাপত্তা বাহিনী পরে মাওবাদীদের বিপুল অস্ত্রও জব্দ করেছে, অভিযান এখনও চলছে, পিটিআইকে এমনটাই বলেছেন পুলিশের বস্তার রেঞ্জের আইজিপি সুন্দারাজ পি। কেরলপাল এলাকায় মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে শুক্রবার রাতে এ অভিযানে নামে ডিআরজি ও সেন্ট্রাল পুলিশ রিজার্ভ ফোর্স (সিপিআরএফ)। এর আগে গত ১৯ মার্চ বীজাপুরের গঙ্গালুর থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ২৬ সন্দেহভাজন মাওবাদী নিহত হন বলে জানিয়েছে আনন্দবাজার। সেখান থেকেও উদ্ধার হয় বিপুল আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক। ওই অভিযানে এক নিরাপত্তাবাহিনীর সদস্যের মৃত্যু হয়েছিল। গত মঙ্গলবার দান্তেওয়াড়া ও বিজাপুর সীমানায় সংঘর্ষে নিহত হন আরও তিন মাওবাদী। আগামী বছরের মার্চের মধ্যে ভারতকে ‘মাওবাদীমুক্ত’ করার ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।