ঢাকা সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ফোর্বসের সেরা ধনীদের তালিকায় রেকর্ড সৌদির

ফোর্বসের সেরা ধনীদের তালিকায় রেকর্ড সৌদির

বিশ্বের ধনকুবেরদের নিয়ে ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত সর্বশেষ তালিকায় জায়গা করে নিয়েছেন ১৫ সৌদি ব্যবসায়ী। ২০১৭ সালে যেখানে তালিকায় ছিলেন মাত্র ১০ জন, সেখানে আট বছর পর আবার ফিরে এসে এবার সংখ্যা দাঁড়াল ১৫-তে। এই তালিকার মাধ্যমে আবারও দেখা গেল, আরব বিশ্বের মধ্যে সৌদি আরবেই সবচেয়ে বেশি বিলিয়নিয়ার রয়েছেন। এই ১৫ জন সৌদি ধনকুবেরের মোট সম্পদের পরিমাণ ৫৫.৮ বিলিয়ন ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত; দেশটির ধনকুবেরের সংখ্যা ৫ জন, তাদের সম্মিলিত সম্পদ ২৪.৩ বিলিয়ন ডলার।

৫ জন ধনকুবের নিয়ে তৃতীয় অবস্থানে আছে মিশর, ২০.৬ বিলিয়ন ডলার তাদের সম্মিলিত সম্পদের পরিমাণ। এই বছর তালিকায় থাকা ১৫ জন সৌদি বিলিয়নিয়ারের মধ্যে ১৪ জনই নতুন মুখ। তাঁরা মূলত সৌদি স্টক মার্কেটে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির শেয়ার থেকে নিজেদের সম্পদ গড়ে তুলেছেন। বিশেষ করে কোভিড-১৯-এর পর থেকে সৌদিতে আইপিও বেড়ে যাওয়ায় এই ধনী ব্যক্তিদের উত্থান ঘটেছে। তবে পুরনো মুখ হিসেবে তালিকায় ফিরেছেন একমাত্র প্রিন্স আলওয়ালিদ বিন তালাল। তিনি সৌদির সবচেয়ে ধনী ব্যক্তি, একইসঙ্গে আরব বিশ্বেরও সবচেয়ে ধনী। তার মোট সম্পদের পরিমাণ ১৬.৫ বিলিয়ন ডলার। এর প্রায় ৪০ শতাংশ রয়েছে সৌদি স্টক মার্কেটে তালিকাভুক্ত কিংডম হোল্ডিং কোম্পানিতে। এই কোম্পানি ফোর সিজনস হোটেল চেইন, প্যারিসের জর্জ ফাইভ হোটেল এবং এক সময় এক্স (সাবেক টুইটার)-এ ইলন মাস্কের সঙ্গে যৌথভাবে অংশীদার ছিল। তিনি সর্বশেষ ফোর্বসের তালিকায় ছিলেন ২০১৭ সালে, তখন তার সম্পদ ছিল ১৮.৭ বিলিয়ন ডলার।

নতুন বিলিয়নিয়ারদের মধ্যে রয়েছেন হাসপাতাল, সুপার শপ, ব্যাংক, মিডিয়া, জিম চেইন, ফার্মাসিউটিক্যালস এবং শক্তি খাতে সফল উদ্যোক্তারা।

দ্বিতীয় অবস্থানে আছেন ড. সুলাইমান আল হাবিব। তিনি একজন শিশু রোগ বিশেষজ্ঞ, যিনি ১৯৯৫ সালে রিয়াদভিত্তিক ড. সুলাইমান আল হাবিব মেডিকেল সার্ভিসেস গ্রুপ প্রতিষ্ঠা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত