ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

জেলেনস্কির শহরে রুশ হামলায় ৯ শিশুসহ নিহত ১৮

জেলেনস্কির শহরে রুশ হামলায় ৯ শিশুসহ নিহত ১৮

গত শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিগে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ৯ শিশুসহ ১৮ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ গতকাল শনিবার এ কথা জানিয়েছে। শহরের সামরিক প্রশাসনের প্রধানের মতে, ক্ষেপণাস্ত্রটি শিশুদের খেলার মাঠের কাছে একটি আবাসিক এলাকায় আঘাত হানে এবং দুই ডজনেরও বেশি আহত হয়। কিয়েভ থেকে এএফপি আজ এই খবর জানায়। সোশ্যাল মিডিয়ায় যাচাই না করা ভিডিওতে দেখা গেছে, একটি রাস্তায় লাশ পড়ে আছে। অন্য একটিতে সন্ধ্যার আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। দিনিপ্রোপেট্রোভস্কের আঞ্চলিক গভর্নর সের্গেই লিসাক টেলিগ্রামে বলেছেন, ‘ক্রিভি রিগে রাশিয়ানরা যখন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল তখন হামলায় ১৮ জন লোক নিহত হয়েছে। তাদের মধ্যে নয়জন শিশু ছিল।’

তিনি বলেছেন, হামলায় ৬১ জন আহত হয়েছেন, যার মধ্যে ১২ জন শিশু। লিসাক আরো বলেছেন ‘এটা এমন যন্ত্রণা যা তুমি তোমার সবচেয়ে খারাপ শত্রুর জন্য কামনা করবে না।’ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ‘শহরের একটি রেস্তোরাঁয়’ যেখানে ‘ফর্মেশন কমান্ডার এবং পশ্চিমা প্রশিক্ষকরা বৈঠক করছিলেন’, সেখানে ‘একটি উচ্চ-বিস্ফোরক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানে।’ লিসাক বলেছেন, ক্রিভি রিগে পৃথক ড্রোন হামলায় আরো একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত