ঢাকা শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

নতুন পারমাণবিক সাফল্য উন্মোচন করল ইরান

নতুন পারমাণবিক সাফল্য উন্মোচন করল ইরান

জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবসে নতুন পারমাণবিক সাফল্য উম্মোচন করল ইরানের আণবিক শক্তি সংস্থা (এইওআই)। সংস্থাটির সদর দপ্তরে গত বুধবার একটি প্রদর্শনী আয়োজনের মাধ্যমে এ সব সাফল্য প্রদর্শন করা হয়। মেহর নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, প্রদর্শনীটি তিনটি প্রধান বিভাগে বিভক্ত ছিল। এগুলো হলো-

পারমাণবিক জ্বালানি চক্রের সংক্ষিপ্ত বিবরণ : এই বিভাগে বায়ুবাহিত ভূ-পদার্থবিদ্যা, ইউরেনিয়াম খনির অনুসন্ধান ও পরিচালনা, ইয়েলোকেক উৎপাদন, ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া সহ বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্যগুলো তুলে ধরা হয়।

শক্তি খাত : পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের জন্য নিবেদিত এই ক্ষেত্রটি বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট ২ এবং ৩ এর অগ্রগতি, কারুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণের হালনাগাদ তথ্য, বিদ্যুৎ ও গবেষণা চুল্লির দেশীয়করণ এবং বুশেহর বিদ্যুৎকেন্দ্রের জন্য খুচরা যন্ত্রাংশের নকশা ও উৎপাদন বিষয়ক সাফল্যগুলো তুলে ধরে।

পারমাণবিক প্রযুক্তির প্রয়োগ : এই বিভাগে প্রযুক্তি এবং পণ্যের বিস্তৃত সংগ্রহ উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভারী পানি এবং ডিউটেরিয়াম যৌগ উৎপাদন, রেডিওফার্মাসিউটিক্যালস, পারমাণবিক পরিমাপ সরঞ্জাম, প্লাজমা প্রযুক্তি, চিকিৎসা ও কৃষিতে বিকিরণ প্রয়োগ ইত্যাদি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত