ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ইরানের বিরুদ্ধে হুমকির বিষয়ে বিশ্ব ক্রমশ ক্লান্ত হয়ে পড়ছে : রাশিয়া

ইরানের বিরুদ্ধে হুমকির বিষয়ে বিশ্ব ক্রমশ ক্লান্ত হয়ে পড়ছে : রাশিয়া

তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য নিরসনের জন্য ‘কার্যকর আলোচনাযোগ্য সমাধানের’ আহ্বান জানিয়েছে রাশিয়া।

একই সঙ্গে ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে ওয়াশিংটনের বারবার আগ্রাসনের হুমকির নিন্দা জানিয়েছে মস্কো। গত বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে অবিরাম হুমকিতে বিশ্ব ক্রমশ ক্লান্ত হয়ে পড়ছে। তিনি বলেন, ‘অবিরাম এই ক্লান্তির সঙ্গে এটা বোঝারও অভাব রয়েছে যে কেন এই সমস্যাটি যদিও এটি এরই মধ্যে একটি কূটনৈতিক সমাধান খুঁজে পেয়েছে যা আইনতভাবে এবং আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিতও হয়েছে তবুও এটিকে সম্ভাব্য আগ্রাসনের অজুহাত হিসেবে ক্রমাগতভাবে দেখা হচ্ছে।’

রুশ কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কথা উল্লেখ করে বলেন, যদি কোনো চুক্তি না হয় তবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করা হবে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র ১২ এপ্রিল ওমানে পরোক্ষ আলোচনায় বসতে চলেছে। জাখারোভা বলেন, ইরানে বোমা হামলা শান্তির দিকে পরিচালিত করবে না এবং আশা প্রকাশ করেন যে আসন্ন আলোচনা সংকট এড়াতে সাহায্য করবে। কার্যকর আলোচনার মাধ্যমে এটি সমাধানের বিষয়ে দাবি রয়েছে যা পরিস্থিতিকে বিপজ্জনক রেখা থেকে সরে যেতে সাহায্য করবে।

জাখারোভা ইরানের পারমাণবিক শক্তি কর্মসূচির প্রতি পশ্চিমা দৃষ্টিভঙ্গিরও সমালোচনা করে প্রশ্ন তুলেছেন যে তারা কি সত্যিই দীর্ঘদিনের বিরোধের সমাধান চান? ‘সাধারণভাবে, আমাদের পশ্চিমা সহকর্মীরা এখন পর্যন্ত যেভাবে আচরণ করেছেন তাতে সন্দেহ হয় যে এই সমস্যা সমাধানে আসলেই তাদের প্রকৃত ইচ্ছা আছে কি না।

রাশিয়ান কর্মকর্তা বলেন, ‘যারা তাদের অদূরদর্শিতা এবং ভুল পূর্বাভাসের মাধ্যমে চুক্তিগুলোকে দুর্বল করেছে, তাদের অবৈধ কর্মকাণ্ডের পরিণতির জন্য তেহরানকে দায়ী করা যাবে না।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত