ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি : আইএইএ

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি : আইএইএ

ইরান গত কয়েক বছর ধরে যে ইউরেনিয়াম মজুদ করছে, তা এখন ৮৪ শতাংশে পৌঁছেছে। পরমাণু বোমা তৈরি করতে প্রয়োজন হয় ৯০ শতাংশ ইউরেনিয়াম। ফলে দেশটি বিপজ্জনকভবে পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থার প্রধানের তেহরানে যাওয়ার কয়েক ঘণ্টা আগে এমন বিস্ফোরক তথ্য সামনে আনল আইএইএ। জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থার প্রধান তার সফরে ইরানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে গোপন পারমাণবিক কর্মসূচির সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করবেন।

আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসি পারমাণবিক অস্ত্র তৈরিকে একটি ‘জিগস পাজল সমাধানে’র সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, ‘ইরানের কাছে এখন সব কিছু আছে এবং শেষ পর্যন্ত সেগুলোকে একত্রিত করা সম্ভব হবে।’ গ্রোসি ফরাসি সংবাদপত্র লে মন্ডেকে তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে বলতে গিয়ে বলেন, ‘ইরান পারমাণবিক বোমা তৈরি থেকে খুব বেশি দূরে নয়।’

আইএইএ জাতিসংঘের একটি স্বায়ত্তশাসিত সংস্থা। সংস্থাটি বর্তমানে ২০১৫ সালের পারমাণবিক চুক্তির সঙ্গে ইরানের সম্মতি তদারকি করার দায়িত্বে রয়েছে। চুক্তিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতায় আসার পর ভেঙে যায়। প্রসঙ্গত, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা গত শনিবার ওমানে শুরু হয়েছে। আগামীকাল শনিবার দ্বিতীয় দফায় এই আলোচনা চলবে। দ্বিতীয় দফার আলোচনার আগে গত মঙ্গলবার (১৫ এপ্রিল) এক এক্স (সাবেক টুইটার) পোস্টে উইটকফ বলেছেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানকে তার ‘পারমাণবিক সমৃদ্ধকরণ এবং অস্ত্রায়ন কর্মসূচি বন্ধ করতে হবে’।

তিনি লেখেন, ইরানের সঙ্গে চুক্তি কেবল তখনই হবে, যদি এটি ট্রাম্পের চুক্তি হয়। যে কোনো চূড়ান্ত ব্যবস্থার জন্য মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য একটি কাঠামো তৈরি করতে হবে।’ উইটকফ আরও লেখেন, ‘বিশ্বের জন্য এটি অপরিহার্য যে আমরা একটি কঠিন, ন্যায্য চুক্তি করব, যা টেকসই হবে। প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে এটি করতে বলেছেন।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি উইটকফের মন্তব্যকে ‘পরস্পরবিরোধী’ আলোচনার জন্য ‘অসহযোগী’ বলে অভিহিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা আমেরিকান পক্ষ থেকে বিভিন্ন অবস্থান শুনেছি, যার মধ্যে কিছু পরস্পরবিরোধী। এগুলো সঠিক আলোচনা প্রক্রিয়ার জন্য সহায়ক নয়।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত