ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সাত দিনের মধ্যে আফগান শরণার্থীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

সাত দিনের মধ্যে আফগান শরণার্থীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

তালেবান আফগানিস্তান দখল করার পর ২০২১ সালে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয়া আফগান শরণার্থীদের সাত দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। নির্ধারিত সময়ের মধ্যে দেশ না ছাড়লে জোরপূর্বক বিতাড়নের হুমকি দেয়া হয়েছে যা অনেক আফগান পরিবারের জন্য মৃত্যুঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সংবাদমাধ্যম নিউজউইক-এর বরাতে জানা গেছে, মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নর্থ ক্যারোলিনার বিভিন্ন স্থানে অবস্থানরত আফগান শরণার্থীদের একটি নোটিশ পাঠিয়েছে। তাতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারা যুক্তরাষ্ট্র না ছাড়লে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং জোর করে বিতাড়ন করা হবে। পুনরায় প্রেসিডেন্ট পদে জয়ী হয়ে ডোনাল্ড ট্রাম্প তার অভিবাসন নীতিকে আরও কঠোর করার অঙ্গীকার করেছেন।

বিশেষ করে, যেসব বিদেশি নাগরিকের বিরুদ্ধে অতীতে অপরাধের অভিযোগ রয়েছে, তাদের লক্ষ্য করার কথা বলেছেন তিনি। ২০২১ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার পর, হাজার হাজার আফগান নাগরিক যারা মার্কিন বাহিনীর হয়ে দোভাষী হিসেবে কাজ করেছেন, গোয়েন্দা তথ্য সংগ্রহে সহায়তা করেছেন কিংবা স্থানীয় জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন তাদেরকে মানবিক আশ্রয়, বিশেষ অভিবাসী ভিসা বা অস্থায়ী সুরক্ষিত মর্যাদার আওতায় যুক্তরাষ্ট্রে আশ্রয় দেয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্র সরকার তাদের অনেককে নিরাপদভাবে পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছিল, কারণ আফগানিস্তানে থেকে গেলে তারা তালেবানের প্রতিশোধের শিকার হতে পারতেন। কিন্তু ট্রাম্প প্রশাসনের নতুন নীতিগত অবস্থানে, এখন হাজার হাজার আফগান নাগরিকের অস্থায়ী সুরক্ষামূলক মর্যাদা বাতিলের উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে তারা তালেবানের নিয়ন্ত্রণাধীন আফগানিস্তানে ফিরে যেতে বাধ্য হবেন।

স্থানীয় সংবাদমাধ্যম ডাব্লিউআরএএল-কে একজন নাম প্রকাশে অনিচ্ছুক আফগান শরণার্থী বলেন, যদি আমরা আফগানিস্তানে ফিরে যাই, আমরা নিরাপদ থাকব না। এটা যেন নিজের মৃত্যুদণ্ডে স্বাক্ষর করার মতো।

২০২১ সালের আগস্ট থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত প্রায় এক লাখ পঞ্চাশ হাজার আফগান নাগরিক যুক্তরাষ্ট্রে পুনর্বাসিত হয়েছেন বলে দেশটির জাতীয় সংসদের দলিলপত্রে উল্লেখ রয়েছে। মানবাধিকারকর্মী ও নীতিনির্ধারকেরা এই সিদ্ধান্তকে নিষ্ঠুর এবং স্বল্পদৃষ্টিসম্পন্ন বলে আখ্যায়িত করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত