ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে দুইজন নিহত

ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে দুইজন নিহত

দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় পৃথক দুটি ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলের দাবি, নিহতরা হিজবুল্লাহর সদস্য ছিলেন। একটি হামলা চালানো হয় সীমান্তবর্তী গ্রাম আইতা আশ-শা’ব ও রমেইশের মধ্যবর্তী সড়কে চলমান একটি যানবাহনের ওপর। দিনের শুরুতে অন্য একটি হামলা হয় উপকূলীয় শহর সাইদনের দক্ষিণাঞ্চলে চলা একটি গাড়ির ওপর।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সাইদন-ঘাজিয়ে সড়কে ইসরায়েলি শত্রুর হামলায় একজন নিহত হয়েছেন। এটি ছিল দক্ষিণ লেবাননে ইসরায়েলের টানা চতুর্থ দিনের হামলা।

গত নভেম্বরে এক বছরব্যাপী সংঘাত থামাতে অস্ত্রবিরতি কার্যকর হলেও ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল প্রতিদিনই লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, সাইদন এলাকায় একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে হিজবুল্লাহ যোদ্ধা মুহাম্মাদ জাফার মান্নাহ আসআদ আবদাল্লাহকে হত্যা করা হয়েছে।

তাদের দাবি, আবদুল্লাহ লেবাননজুড়ে হিজবুল্লাহর যোগাযোগ ব্যবস্থা স্থাপনের দায়িত্বে ছিলেন। গত শুক্রবার সন্ধ্যায় সেনাবাহিনী জানায়, আইতা আল-শা’ব এলাকায় আরেক হিজবুল্লাহ সন্ত্রাসীকে লক্ষ্য করে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। হিজবুল্লাহ এখনো এসব হত্যাকাণ্ড নিয়ে কোনো মন্তব্য করেনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত