প্রশ্ন : অপ্রাপ্তবয়স্ক বাচ্চার নেসাব পরিমাণ সম্পদ থাকলে তার ওপর জাকাত ওয়াজিব হবে?
উত্তর : অপ্রাপ্তবয়স্ক বাচ্চা যত সম্পদেরই অধিকারী হোক, তার ওপর জাকাত ওয়াজিব হয় না। (বাদায়েউস সানায়ে : ২/৭৯)।
প্রশ্ন : দাম বেড়ে গেলে বিক্রি করে দেবে, এ নিয়তে কেউ জমি কিনলে তার ওপর জাকাত ওয়াজিব হবে?
উত্তর : হ্যাঁ, এমন জমির ওপর জাকাত ওয়াজিব হবে। (আহসানুল ফাতাওয়া : ৪/২৭৭)।
প্রশ্ন : কমিশনের ভিত্তিতে কাউকে দিয়ে এতিমখানার জাকাত তোলা যাবে? এভাবে জাকাত দিলে আদায় হবে?
উত্তর : না, কমিশনের ভিত্তিতে কাউকে দিয়ে জাকাত তোলা এবং জাকাত সংগ্রহকারীর জন্য তা থেকে কমিশন গ্রহণ করা বৈধ নয়। কমিশন গ্রহণকারী ও এতিমখানার দায়িত্বশীল এমনটা করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তবে লোকদের জাকাত আদায় হয়ে যাবে। (আল বাহরুর রায়েক : ৮/২)।
প্রশ্ন : স্ত্রী, দাদা-দাদি, নানা-নানি, মা-বাবা, ছেলে-মেয়ে, নাতি-নাতনিকে জাকাত ও ফেতরা দেয়া যায়?
উত্তর : না, এদের কাউকে জাকাত ও ফেতরা দেয়া যাবে না। (ফতোয়ায়ে হিন্দিয়া : ১/১৮৮)।
প্রশ্ন : বোন, ভাগ্নি, ফুফু বা খালাকে জাকাত ও ফেতরা দেয়া যাবে?
উত্তর : হ্যাঁ, এদের জাকাত ও ফেতরা দেয়া যাবে। (সহিহ ইবনে হিব্বান : ৩৩৩৩)।