ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

সাবেক সহকারী মুফতি, জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম (গওহরডাঙ্গা মাদ্রাসা), টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ
মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

প্রশ্ন : ইহরাম অবস্থায় চুল আঁচড়াতে গিয়ে উকুন মেরে ফেললে করণীয় কী?

উত্তর : ইহরাম অবস্থায় তিনটির অধিক উকুন মারলে জরিমানা হিসেবে সদকাতুল ফিতরের পরিমাণ মূল্য দান করা ওয়াজিব। তবে দম ওয়াজিব হবে না। আর সদকা হেরেম এলাকার গরিবকে দেয়া উত্তম। তবে দেশে ফিরে এলে দেশের যে কোনো গরিব-মিসকিনকে দিলেও

আদায় হবে। (আল মুহিতুল বোরহানি : ৩/৪২০, ফাতহুল কাদির : ৩/১৬, ফতোয়ায়ে হিন্দিয়া : ১/২৫২, আদ্দুররুল মুখতার : ২/৫৪৩, ৫৫৮)।

প্রশ্ন : আমার তিনতলা বিশিষ্ট একটি ভবন আছে। সেটির দোতলায় পরিবারসহ থাকি। অন্য দুই তলা ভাড়া দেয়া আছে। সেগুলোর ভাড়া বাবদ প্রতি মাসে বেশকিছু টাকা পাই। এ আয় দিয়েই আমার সংসার চলে। মাস শেষে কখনও কিছু টাকা অবশিষ্ট থাকে, কখনও থাকে না। এ অবস্থায় আমার ওপর কি হজ ফরজ হবে?

উত্তর : প্রশ্নের বর্ণনা থেকে বোঝা যাচ্ছে, এ বাড়ি থেকে অর্জিত ভাড়ার টাকা আপনার সংসার চালানোর জন্য অপরিহার্য। বিষয়টি যদি এমনই হয়ে থাকে, তাহলে ওই বাড়ির কারণে আপনার ওপর হজ ফরজ হবে না। (রদ্দুল মুহতার : ২/৪৬২, আল বাহরুর রায়েক : ২/৩১৩, আন নাহরুল ফায়েক : ২/৫৬)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত