মানবতার ঈদ
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নুরুল ইসলাম
নিছক আনন্দ-ফূর্তির নাম ঈদ নয়, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সমাজবদ্ধতা, ঐক্য, সাম্য, ন্যায়পরায়ণতা ও মানবিকতার মহৎ বার্তা নিয়ে আসে মোমিনের দুয়ারে পবিত্র ঈদুল ফিতর। সমাজে কত অসহায়, অভাবী, পথশিশু, বিধবা ও প্রতিবন্ধীরা ঈদ আনন্দ থেকে বহুদূরে থাকে। তাই তাদের প্রতি ঈদ উৎসবে মানবিকতা, সহনশীলতা ও সমবেদনার হাত প্রসারিত করা কর্তব্য। রাসুল (সা.) সবসময় অসহায়, অভাবী এবং প্রতিবেশীর খোঁজখবর রাখতেন। তিনি বলেন, ‘যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দেবে, পরকালে আল্লাহ তার একশত প্রয়োজন পূর্ণ করে দেবেন। বান্দার দুঃখণ্ডদুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টি দেন।’ (মুসলিম : ২৫৬৬)।