সুন্নত ও আদব
এক মলাটে আমলের পূর্ণাঙ্গ নির্দেশিকা
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ
রচনা : আবু বকর ইবনে মোস্তফা পাটনী
অনুবাদ : মুফতি উবাইদুল্লাহ
সম্পাদনা : মাওলানা হাবীবুর রহমান নদভী
প্রকাশক : মাকতাবাতুত তাকওয়া
পৃষ্ঠা : ৪৩৪
মূল্য : ৩০০ টাকা
যোগাযোগ : ০১৯৬২ ৪১ ৫০৭০
মুসলিম জাতির ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনে সুন্নতের গুরুত্ব অপরিসীম। জীবনের প্রতিটি অধ্যায় সুন্দর ও সৌরভময় করতে রাসুল (সা.)-এর ৬৩ বছরের বর্ণাঢ্য জীবনে উম্মতের জন্য রয়েছে সুন্দর ও উজ্জ্বলময় পথনির্দেশ; যা আমাদের কাছে সুন্নত নামে সুপরিচিত। এর পাশাপাশি বুজুর্গানে দ্বীনের বাতলানো জীবনের প্রতিটি ক্ষেত্রের আদবও গুরুত্বপূর্ণ। ইসলামে এমন কোনো বিষয় নেই, যে সম্পর্কে নির্দেশনা নেই। লেবাস-পোশাক, চুল, বিয়ে-শাদি, অলিমা, অসুস্থতাণ্ডচিকিৎসা ও রোগীর সেবাতেও রাসুল (সা.)-এর সুন্নত রয়েছে। ঈমানদারের জীবনের প্রতিটি দিনে, প্রতিটি ক্ষণে রয়েছে সুন্নতের আলোকময় আমল। সেসব সুন্নত ও আদবকে নির্ভরযোগ্য সূত্রে এক মলাটে সংকলন করেছেন উর্দুভাষার লেখক আবু বকর ইবনে মোস্তফা পাটনী তার ‘সুন্নত ও আদব’ গ্রন্থে। সেই বইয়ের অনুবাদ ও সংযোজন করেছেন মুফতি উবাইদুল্লাহ। বইটি জীবনের প্রতিটি ক্ষেত্রে পালনীয়, করণীয় সব সুন্নতের ওপর আমলকে সহজ করবে।
মুসলমনরা যেন পার্থিব জীবনে পরকালের সঞ্চয়ে সমৃদ্ধ হয় এবং পরকালে তার মুক্তি সহজ হয়, সে জন্য ৪৩৪ পৃষ্ঠার বইটিতে রয়েছে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা। দুনিয়াবি সঞ্চয় যতটা না জরুরি, তার চেয়ে কোটিগুণ জরুরি পরকালীন সঞ্চয়। যেখানে সবচেয়ে বেশি মূল্য নেকির। একেকটি নেকির জন্য মানুষ হা-হুতাশ করতে থাকবে। সুতরাং ঈমানদারদের জন্য দুনিয়ায় সবচেয়ে আকর্ষণীয় ও মূল্যবান সেই নেকির কথাই উল্লিখিত হয়েছে বইটির পাতায় পাতায়। মাওলানা হাবীবুর রহমান নদভী সম্পাদিত এ বইয়ে রয়েছে ২৪ ঘণ্টার আমলে সর্বোচ্চ পরিমাণ নেকি অর্জনের কথকতা।
রাসুল (সা.)-এর জীবনে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। রাসুল (সা.)-এর সুন্নতই হচ্ছে জান্নাতের পথ। সে পথেই ধাবিত করতে সংকলক ও অনুবাদকের এ প্রয়াস। একত্ববাদে বিশ্বাসী হওয়ার হক ও আদবগুলো, দৈনন্দিনের আমলগুলো, ইবাদত, সামাজিকতা, আদান-প্রদান, রাজনীতি, ইলম সংক্রান্ত, দাওয়াত ও তাবলিগ এবং আত্মশুদ্ধিসহ বিবিধ সুন্নত ও আদবের অধ্যায়ে বইটি সন্নিবেশিত হয়েছে। রুচিশীল প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুত তাকওয়া প্রকাশিত বইটি প্রতিটি মুসলমানের সুন্নত মোতাবেক জীবন গড়ার জন্য অনন্য পাথেয় এবং জান্নাতি আমলের জন্য যথেষ্ট। তথ্যসমৃদ্ধ, বিষয়িভিত্তিক ও সুবিন্যস্ত বইটির ব্যাপক প্রচার-প্রসার কাম্য। ঘরে বসে বইটি সরাসরি সংগ্রহ করতে কল করুন : ০১৯৬২ ৪১ ৫০ ৭০ নম্বরে।