ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নতুন বই

হাজি শরিয়তুল্লাহর জীবনভিত্তিক উপন্যাস শরিয়তনামা

হাজি শরিয়তুল্লাহর জীবনভিত্তিক উপন্যাস শরিয়তনামা

বই: শরিয়তনামা

লেখক: আবদুল্লাহ আল মুনীর

প্রকাশক: ইলহাম পাবলিকেশন্স

সংযোগ: ০১৭৬৩ ৫৪৫ ৪৬৩

শৈশবে একে একে বাবা-মা হারান। দুরন্ত ঔদাস্যের ছোট্ট বালকটি ফেরারি হন কোথাও। আড়িয়াল খাঁ আর শামাইলের মায়া ছেড়ে কলকাতায় পাড়ি জমান। বকসারের বীর মওলানা বাশারত আলির মকতবে তার জ্ঞানচর্চার হাতেখড়ি। নিয়তই সমৃদ্ধ হতে থাকেন। সময়ানুক্রমে ফুরফুরার মওলানা ইমতিয়াজুদ্দিনের মজলিস থেকে নিয়ে মক্কার দ্বিতীয় আবু হানিফা খ্যাত মওলানা তাহের সোম্বলের হাদিস ও আত্মশুদ্ধির দরস জ্ঞান-প্রজ্ঞায় পূর্ণ করে তাকে। স্বর্বহারা নিঃস্ব বালকটি একদিন বড় হন। কৈশোরের আড়মোড়া ভেঙে জেগে ওঠেন যুগান্তকারী এক আন্দোলনের মশাল হাতে। হাজার বছরের বাংলার ইতিহাস আজও শ্রদ্ধায়-কৃতজ্ঞতায় তাকে স্মরণ রেখেছে ‘হাজি শরিয়তুল্লাহ’ নামে।

পদলেহী জমিদার নৃপতিদের অত্যাচারে ক্লিষ্ট হয়ে ব্রিটিশ বেনিয়াদের শায়েস্তা করতে গল্পের আরেক কোণে ভেসে ওঠেন তিতুমীর। ভারতবর্ষের ধূলিমাটিকে পাক-সাফ করার লক্ষ্যে সাইয়েদ আহমদ শহিদের এ শিষ্য গড়ে তোলেন বাঁশের কেল্লা। গল্প বলার ছলে ইতিহাসের সেই মহান বীরদের সাতকাহন তুলে এনেছেন কথাশিল্পী আবদুল্লাহ আল মুনীর। গদ্যের আবেশে মুক্তির খোঁজে দিশেহারা বাংলার অশান্ত অন্দর-বন্দরে ঘুরিয়েছেন তিনি। সেই বিপদসংকুল সংকটাপণ্ণ সময়কে বুঝতে ‘শরিয়তনামা’র মুগ্ধ পাঠ একলহমায় নিয়ে যাবে গল্পের ভেতরকার গল্পে। ইলহাম প্রকাশিত বইটি ইসলামি বইমেলা (স্টল নং-১৭)-এ পাওয়া যাবে। এ ছাড়া ঘরে বসে সংগ্রহ করতে রকমারি, ওয়াফি লাইফ কিংবা সরাসরি ০১৭৬৩ ৫৪৫ ৪৬৩ নম্বরে ফোন করে অর্ডার করা যাবে।

- মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত