ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

সাবেক সহকারী মুফতি, গওহরডাঙ্গা মাদ্রাসা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ
মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

প্রশ্ন : কেউ যদি আপেল বা অন্যান্য ফলমূল খাওয়ার সময় কামড় দেওয়ার জায়গায় অতি সামান্য রক্ত লক্ষ্য করে; কিন্তু থুথু ফেললে তেমন কিছু দেখে না কিংবা সামান্য একটু চিহ্ন দেখতে পায়। এ অবস্থায় তার অজু থাকবে?

উত্তর : আপেল বা দাঁত দিয়ে কামড়ানো খাবারে যে সামান্য রক্ত দেখতে পাওয়া যায়, তা যেহেতু অতি সামান্য, তাই এ কারণে অজু নষ্ট হয় না। আর থুথুর সঙ্গে যে সামান্য রক্তের চিহ্ন দেখতে পাওয়া গেছে, ওই সামান্য পরিমাণ রক্তও অজু ভঙ্গের কারণ নয়। কেন না, থুথুর চেয়ে রক্ত বেশি হলে কিংবা অন্তত সমান সমান হলেই শুধু অজু নষ্ট হয়। এ পরিমাণ রক্ত বেরুলে থুথু টকটকে লাল বা লালচে বর্ণ ধারণ করবে। আর এর কম হলে থুথু হলদে বা প্রায় সাদা থাকবে, এ অবস্থায় অজু ভাঙবে না। তবে আপেলের যে জায়গায় রক্ত লেগেছে, তা খাবেন না; বরং ফেলে দেবেন। (মুসান্নাফে ইবনে আবি শাইবা : ২/৯৩, কিতাবুল আসল : ১/৫৭, বাদায়েউস সানায়ে : ১/২৪, ফতোওয়ায়ে খানিয়া : ১/৩৮, শরহুল মুনইয়াহ : ১৩২)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত