মুফতি মাকসূদুল হক
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম (গওহরডাঙ্গা মাদ্রাসা), টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রশ্ন : যারা ডিস লাইনসহ টিভি ব্যবহার করবে, এমন পরিবারকে ঘর ভাড়া দেওয়া যাবে? তাদের থেকে প্রাপ্ত ভাড়া মালিকের জন্য বৈধ হবে?
উত্তর : যেহেতু তারা বসবাসের জন্য ঘর ভাড়া নিচ্ছে, তাই তাদেরকে ঘর ভাড়া দেওয়া যাবে এবং এর থেকে প্রাপ্ত ভাড়াও বৈধ হবে। তাতে টিভি বা ডিস লাইন ব্যবহার করলে এর দায়ভার ঘরের মালিকের ওপর বর্তাবে না, বরং তা ভাড়াটিয়ার ওপরই বর্তাবে। অবশ্য দ্বীনদার মুত্তাকি লোকের কাছে ঘর ভাড়া দেওয়াই উত্তম। তবে টিভি ও ডিস লাইনের ব্যবসার জন্য ঘর ভাড়া দেওয়া জায়েজ হবে না। (কিতাবুল আসল : ৪/১৭, আল মুহিতুল বোরহানি : ১১/৩৪৮, ফতোয়ায়ে খানিয়া : ২/৩২৪)।
প্রশ্ন : আমার একটি সফটওয়্যার ফার্ম আছে। আমি বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাকাউন্টিং সফটওয়্যার বিক্রি করি এবং সঙ্গে প্রয়োজনীয় ট্রেনিং ও সাপোর্ট দিয়ে থাকি। একটি ধর্মপ্রচার সংস্থা যারা সারা বাংলাদেশে প্রচারের মাধ্যমে বিভিন্ন ধর্মের মানুষকে তাদের ধর্মে ধর্মান্তর করে থাকে। এমনকি মুসলমানদেরও তারা ধর্মান্তর করে থাকে। এই প্রতিষ্ঠানটি তাদের অফিসিয়াল হিসাব রাখার জন্য আমার ফার্ম থেকে অ্যাকাউন্টিং সফটওয়্যার কিনতে চায়। সঙ্গে প্রয়োজনীয় ট্রেনিং এবং সাপোর্টও নিতে চায়। এই প্রতিষ্ঠানে সফটওয়্যার বিক্রি করা আমার জন্য জায়েজ হবে?
উত্তর : যদি নিশ্চিতভাবে জানা থাকে, এ কাজের জন্যই তারা এ সফটওয়্যার ব্যবহার করবে, তাহলে তা বিক্রি করা জায়েজ হবে না। কেন না, আল্লাহতায়ালা বলেন, ‘তোমরা সৎকর্ম ও আল্লাহভীতিতে একে অন্যের সাহায্য করো। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা কোরো না। আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহতায়ালা কঠোর শাস্তিদাতা।’ (সুরা মায়িদা : ২)।