ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মুফতি মাহবুবুর রহমান

সিনিয়র শিক্ষক, গওহরডাঙ্গা মাদ্রাসা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ
মুফতি মাহবুবুর রহমান

প্রশ্ন : অল্প টাকায় ইট লাভের আশায় ইটের ভাটায় অগ্রিম টাকা দেওয়া যাবে?

উত্তর : যদি ইটের গুণাগুণ, পরিমাণ, মূল্য, ইট দেওয়ার সময় ও জায়গা নির্ধারণ করে চুক্তি করে, তাহলে অগ্রিম টাকা দিয়ে এভাবে ইট কেনা যাবে। এ ধরনের কারবারকে ‘দাদন ব্যবসা’ বলে। (আল বাহরুর রায়েক : ৬/২৬১)।

প্রশ্ন : জমি কেনার পর জানা গেল, জমির দীর্ঘদিনের ট্যাক্স বাকি। এই ট্যাক্স জমির ক্রেতা নাকি বিক্রেতা শোধ করবে?

উত্তর : জমির ট্যাক্স জমির মালিকের ওপর ওয়াজিব। তাই জমিটি বিক্রেতার মালিকানাধীন থাকাবস্থায় যে ট্যাক্স আবশ্যক হয়েছে, তা মালিকেরই শোধ করতে হবে। (ফতোয়ায়ে কাজিখান : ১/২৩৯)।

প্রশ্ন : মহিলারা মিল্ক ব্যাংক বা অন্য কোথাও নিজেদের বুকের দুধ বিক্রি করতে পারবে?

উত্তর : পণ্যটি সম্পদ হওয়া ব্যবসার জন্য অন্যতম শর্ত। মানুষের শরীরের কোনো অঙ্গ-প্রত্যঙ্গ (যেমন- রক্ত, দুধ) ইসলামের দৃষ্টিতে ধন-সম্পদের অন্তর্ভুক্ত নয়। তাই তা কোনোভাবেই বিক্রি করা যাবে না। (আল বাহরুর রায়েক : ৬/১৩১)।

প্রশ্ন : কৃত্রিম প্রজননের মাধ্যমে পশু জন্ম দেওয়ার জন্য অন্য পশু থেকে বীর্য সংগ্রহ করে তা বিক্রি করা যাবে?

উত্তর : না, এভাবে বীর্য সংগ্রহ করে বিক্রি করা যাবে না। (ফতোয়ায়ে শামি : ৭/২৩৫)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত