মুফতি মাকসূদুল হক
মুফতি ও মুহাদ্দিস, গওহরডাঙ্গা মাদ্রাসা টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রশ্ন : মোবাইলে এমপি থ্রি, ক্যামেরা এবং ভিডিও, ইন্টারনেটসহ সবধরনের সুবিধা রয়েছে। এগুলো ভালো-খারাপ উভয় ক্ষেত্রে ব্যবহার হয়। এসব সুবিধাযুক্ত মাল্টিমিডিয়া মোবাইল বেচাকেনা করা জায়েজ হবে?
উত্তর : বেচাকেনা জায়েজ। তবে অবৈধ কোনো কাজে তা ব্যবহার করা জায়েজ নয়।
(আদ্দুররুল মুখতার : ৬/৩৯১, আল-বাহরুর রায়েক : ৮/২০২, জাওয়াহিরুল ফিকহ : ২/৪৪৬, বুহুস ফি কাজায়া ফিকহিয়্যাহ : ১/৩৫৯)।
প্রশ্ন : চুরি বা ছিনতাইকৃত মোবাইল কেনা যাবে?
উত্তর : ছিনতাইকৃত বা চোরাই মোবাইল জেনেশুনে কেনা জায়েজ নেই। কেউ কিনলেও তা ব্যবহার করা বৈধ হবে না। বরং মালিক জানা থাকলে মূল মালিকের কাছে পৌঁছে দেওয়া জরুরি।
এ ক্ষেত্রে ক্রেতা বিক্রেতার কাছ থেকে মূল্য ফেরত নিতে পারবে।
মালিকের সন্ধান পাওয়া না গেলেও বিক্রেতার কাছ থেকে মূল্য ফেরত নিতে পারবে।
(আল মুহিতুল বোরহানি : ৭/৫৯, বাদায়েউস সানায়ে : ৬/৪৫, ফতোয়ায়ে খানিয়া : ৩/৪১৮, ফাতহুল কাদির : ৫/১৬৯)।