জাকাত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ইসলাম ও অর্থনীতি ডেস্ক
২ মার্চ ২০২৪ (শনিবার) আইএফএ কনসালটেন্সির উদ্যোগে হিকমা ট্রিপ প্রযোজিত অরোরা স্পেশালিস্ট হসপিটালের সৌজন্যে টিসিবি অডিটোরিয়াম কাওরানবাজার, ঢাকায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী জাকাত প্রশিক্ষণ কর্মশালা। ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র-শিক্ষকসহ নানা পেশার প্রায় চার শতাধিক প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে জাকাতের নানা প্রসঙ্গ নিয়ে দিনব্যাপী আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মুহাদ্দিস ড. ওয়ালিউর রহমান খান আজহারি। এ ছাড়া অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের এক্সিকিউটিভ ডিরেক্টর ড. মুহাম্মদ আবদুল মান্নান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রিসার্চ বিভাগের প্রধান আতিকুর রহমান খান খাদেম প্রমুখ।
কর্মশালায় স্বাগত বক্তব্যে আইএফএ কনসালটেন্সির প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আবদুল্লাহ মাসুম বলেন, ‘ইসলামি অর্থনীতির অন্যতম সৌন্দর্য জাকাত। বর্তমান অর্থনীতির দুনিয়ায় সম্পদের সুষম বণ্টন মাথাব্যথার কারণ। অথচ জাকাতে রয়েছে এর সঠিক সমাধান। প্রবল দরিদ্রতার সমাধান চলমান অর্থনীতি আজও করতে ব্যর্থ হচ্ছে। অথচ এর জন্য প্রয়োজন সম্পদের সম্পূর্ণ রূপান্তর।’ সমাপনী বক্তব্যে আইএফএ কনসালটেন্সির সহ-প্রতিষ্ঠাতা পরিচালক ড. মুফতি ইউসুফ সুলতান বলেন, ‘আগামী থেকে আমাদের জাকাত যথাযথভাবে হিসেব করতে হবে, জাকাতের আলোচনা ছড়িয়ে দিতে হবে। জাকাত বিষয়ক সেমিনার আরো ব্যাপক করতে হবে।’