ত্যাগ

নিয়ামুল ইসলাম

প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

আনাস ইবনে মালেক (রা.) সূত্রে বর্ণিত; তিনি বলেন, মদিনার আনসার সাহাবিদের মাঝে আবু তালহা (রা.) ছিলেন সর্বাধিক ধনী ব্যক্তি। গোটা মদিনায় সবচেয়ে বেশি খেজুর গাছের মালিক ছিলেন তিনি। তার বাগানগুলোর ভেতর ‘বাইরাহা’ নামক একটি বাগান ছিল; যা তার অধিক পছন্দের ছিল। বাগানটি মসজিদে নববির সামনেই ছিল। রাসুল (সা.) সেখানে প্রায়ই আসা-যাওয়া করতেন। সেখানকার পানি খুবই সুস্বাদু ছিল। তিনি তা পান করতেন। যখন কোরআনের এ আয়াত অবতীর্ণ হলো- ‘কখনও তোমরা কল্যাণ লাভ করতে পারবে না, যদি তোমাদের প্রিয় বস্তু থেকে তোমরা ব্যয় না কর। আর তোমরা যা কিছু ব্যয় করবে, আল্লাহতায়ালা তা জানেন।’ (সুরা আল ইমরান : ৯২)। তখন আবু তালহা (রা.) রাসুল (সা.)-এর কাছে এসে বললেন, ‘ইয়া রাসুলাল্লাহ! আমার প্রিয় বস্তু হলো এ বাগান। তাই এটি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। এর বিনিময়ে নেকির আশা রাখি। তা আল্লাহর কাছে জমা রাখছি। সুতরাং আপনি বাগানটিকে যেভাবে ইচ্ছে গ্রহণ করুন।’ রাসুল (সা.) বললেন, ‘বাহ! এটা অত্যন্ত লাভজনক দান। তুমি এ বাগান প্রসঙ্গে যা কিছু বলেছ, তা শুনলাম। আমার মনে হয়, এটা তোমার আত্মীয়-স্বজনদের দান করে দাও।’ আবু তালহা (রা.) বললেন, ‘ইয়া রাসুলাল্লাহ! আপনি যা চাইবেন, সেভাবে হবে।’ এরপর আবু তালহা (রা.) বাগানটি তার আত্মীয়-স্বজন ও চাচাত ভাইদের দান করে দিলেন। (মুয়াত্তায়ে মালেক : ১৮৭৩)।