ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মুফতি আলী হায়দার

ইমাম ও খতিব, তরিকিয়া জামে মসজিদ সংসদ অ্যাভিনিউ, মনিপুরীপাড়া, ঢাকা
মুফতি আলী হায়দার

প্রশ্ন : আমি এক ব্যক্তিকে আমার একটি জায়গা বিক্রি করার দায়িত্ব দিয়ে বলি, ‘আমাকে কাঠা প্রতি ৩০ হাজার টাকা দামে ১০ কাঠায় ৩ লাখ টাকায় বিক্রি করে দাও।’ সে আমাকে ৩ লাখ টাকাতেই উল্লিখিত জায়গাটি বিক্রি করে দেয়। কিছুদিন পর জানতে পারি, জমিটি সে কাঠা প্রতি ৩৭ হাজার টাকায় বিক্রি করেছে। বিষয়টি আমি তাকে জিজ্ঞেস করলে সে বলে, ‘আপনি যা চেয়েছেন, তা তো পেয়েছেন; তাহলে আমি বেশি দামে বিক্রি করলে আপনার সমস্যা কী?’ জানার বিষয় হলো, এভাবে অতিরিক্ত দামে বিক্রি করা জায়েজ হয়েছে কী? এই টাকার হকদার কে- সে না আমি?

উত্তর : জমিটি যে দামে বিক্রি করেছে, তা যদি ন্যায্যমূল্য হয়ে থাকে, তবে আপনার চাওয়া দামের চেয়ে বেশিতে বিক্রি করা অন্যায় হয়নি। তবে এ ক্ষেত্রে বেশি মূল্যে বিক্রি করলেও পুরো মূল্যই আপনার প্রাপ্য। অতিরিক্ত অংশটা তার নিয়ে নেওয়া জায়েজ হয়নি। কেন না, তার পারিশ্রমিক তো নির্ধারিতই আছে। সেটাই তার পাওনা। সুতরাং অবশিষ্ট টাকাগুলো আপনাকে দিয়ে দেয়া লোকটির কর্তব্য। (আল মুহিতুল বোরহানি : ১৫/৮১, বাদায়েউস সানায়ে : ৫/২৬)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত