ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আপনার জিজ্ঞাসা আমাদের উত্তর

মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

সহকারী মুফতি, শাইখ আরশাদ আল মাদানি, মানিকনগর, ঢাকা
মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

প্রশ্ন : কয়েক বছর আগে সরকারি অনুমোদন ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয় মাতবরদের মাধ্যমে গ্যাস সংযোগ দেয়া হয়। তখন আমাদের পরিবারেও গ্যাস সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করা হয় এবং এজন্য সরকারকে কোনো বিল দেয়া হয়নি। পরে জানলাম, এভাবে গ্যাস ব্যবহার বৈধ হয়নি। জানার বিষয় হলো, যদি বৈধ না হয়, তাহলে গ্যাস ব্যবহার করার কারণে কি এর ন্যায্য বিল সরকারের কাছে পৌঁছে দিতে হবে? যদি পৌঁছে দিতে হয়, তাহলে কীভাবে এবং কোথায় পৌঁছে দেব? উল্লেখ্য, অনুমোদন ছাড়া যারা গ্যাস ব্যবহার করেছে, সরকার তাদের ব্যাপারে জরিমানা বা এ জাতীয় কোনো ব্যবস্থা এখনো নেয়নি। তবে অনুমোদন ছাড়া যারা গ্যাস সংযোগ নিয়েছিল, প্রশাসনিকভাবে তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

উত্তর : সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ অনুমোদন ছাড়া আপনাদের জন্য গ্যাস সংযোগ নেয়া এবং তা ব্যবহার করা অন্যায় হয়েছে। এতে অন্যের সম্পদ আত্মসাৎ করার গোনাহ হয়েছে। এখন আপনাদের কর্তব্য হলো, যে ক’দিন এভাবে গ্যাস ব্যবহার করেছেন, এর ন্যায্য বিল গ্যাস অফিসে যোগাযোগ করে বা অন্য কোনো পদ্ধতিতে সরকারি খাতে পৌঁছে দিতে চেষ্টা করা। যদি তা সম্ভব না হয়, তবে সমপরিমাণ টাকা গরিব-মিসকিনদের দিয়ে দেয়া। আর এ অবৈধ কাজের জন্য তওবা-ইস্তিগফার করা। (আদ্দুররুল মুখতার : ৪/২৮৩, আল মাওসুআতুল ফিকহিয়্যাহ : ৮/২৬২)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত