ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বই পরিচিতি

বই পরিচিতি

বই : যে মার্কেটিং বিক্রি বাড়ায়

লেখক : শাহরোজ ফারদি

প্রকাশক : বইপিয়ন প্রকাশনী

পৃষ্ঠা : ১১২

মূল্য : ১৯০ টাকা

ফোন : ০১৩১৫ ৬৬ ৫০ ৬৬

ফেসবুকে একটা পেইজ ও গতানুগতিক একটা ই-কমার্স ওয়েবসাইট থাকলেই ব্যবসায় সফল হওয়া যায়, আপনার এ ধারণাকে ভুল প্রমাণিত করবে বইটি। একজন সফল ই-কমার্স ব্যবসায়ী বা উদ্যোক্তা হতে চাইলে ঠিক যা যা প্রয়োজন, তার সবই জানতে পারবেন বইটি থেকে।

বর্তমানের সবচেয়ে কার্যকরী মার্কেটিং আইডিয়া ও সেলস প্যানেল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে খুব স্পষ্ট ও গোছালোভাবে। বইটি লেখার পেছনে লেখকের অনেক দিনের বাস্তব অভিজ্ঞতা ও জ্ঞান রয়েছে।

নিজের ব্যবসায় কাজে লাগানোর পর, অন্যদের ব্যবসায় প্রয়োগ করে অবিস্মরণীয় ফলাফল পাওয়ার পর এ বই লেখার কার্যক্রম শুরু হয়। বইটিতে শুধু থিয়োরিটিক্যাল কথাবার্তা নয়, সবকিছু প্র্যাক্টিক্যালভাবে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। সবকিছু এমনভাবে স্টোরিটেলিং করা হয়েছে, যাতে পাঠক নিজেও স্টোরিটেলিংয়ের ওপর দক্ষতা অর্জন করতে পারে। অ্যাকশন প্ল্যানসহ এত নিখুঁত ও বিস্তারিতভাবে ই-কমার্স ব্যবসা ও মার্কেটিং নিয়ে বাংলা ভাষায় কোনো বই নেই; যা পাঠক একবার পড়েই বুঝতে পারবেন। বইয়ের সঙ্গে পাওয়া যাবে কিছু ভিডিও; যা আপনার ব্যবসায় গাইড হিসেবে কাজ করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত