সুনামগঞ্জে জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
২২ নভেম্বর (শুক্রবার) সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বিশদলীয় জোটের অন্যতম শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কাউন্সিল এবং গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে জনতার চেয়ারম্যান সৈয়দ তালহা আলম বলেন, ‘ইসলাম, দেশ ও জাতির খেদমত করে যেতে চাই। ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের এক দফা আন্দোলনে রাজপথে লড়াই সংগ্রাম করেছি। আগামীতেও আমাদের দেশ ও জাতির সেবা করার সুযোগ করে দিন। সুনামগঞ্জ ৩ আসনে জনগণের ভাগ্য পরিবর্তনে আমরা কাজ করছি। আগামী নির্বাচনে সৎ, ন্যায়, যোগ্য, আদর্শবান নেতৃত্বকে নির্বাচিত করে সংসদে পাঠানোর দায়িত্ব আপনাদের।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা শহীদুল ইসলাম আনসারি, সহ-সভাপতি শায়খ মাওলানা আবদুশ শহীদ জামালাবাদী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা রশীদ আহমদ বিন ওয়াক্কাস, সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসাইন খাঁন, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় সহকারী মহাসচিব হাফিজ রশীদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান জিহাদী প্রমুখ।
সহস্রাধিক কর্মী এবং সমর্থকের উপস্থিতিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সুনামগঞ্জ জেলার জমিয়তের গণজাগরণে তালহা আলমকে ধন্যবাদ জানান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তালহা আলমকে জমিয়তের প্রার্থী মনোনীত করেন। জমিয়তের সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হুসাইন খাঁন বলেন, অতীতে সুনামগঞ্জ ৩ আসনটি বিএনপি জোট জমিয়তকে দিয়েছে এবং আগামীতে জোট হলে জমিয়ত জোটের কাছে আসনটি চাইবেন।
জননেতা সৈয়দ তালহা আলম ১২ দলীয় জোটের হয়ে বিএনপির সকল যুগপৎ আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন।
সুনামগঞ্জ ৩ আসনে জনতার চেয়ারম্যান নামে তিনি পরিচিত। তিনি বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে জমিয়তের কার্যক্রম বর্তমানে অনেক শক্তিশালী। কাউন্সিলে মাওলানা হুসাইন আহমদকে সভাপতি এবং এম আবদুল হাফিজকে সাধারণ সম্পাদক করে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের মোট ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।