মুফতি মাহবুবুর রহমান
সিনিয়র শিক্ষক, জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রশ্ন : হারাম মাল থেকে উপার্জিত মুনাফা বা লভ্যাংশ হালাল হবে?
উত্তর : ব্যবসায় অর্জিত মুনাফা হালাল হওয়ার জন্য মূলধন হালাল হওয়া জরুরি। সুতরাং হারাম মাল দ্বারা অর্জিত মুনাফা বা লভ্যাংশও হারাম হবে। (ফতোয়ায়ে শামি : ৭/৩০১)।
প্রশ্ন : গাড়িতে উঠে শিক্ষার্থীদের হাফ ভাড়া দেয়ার বিধান কী?
উত্তর : যে পরিবহনে ওঠা হয়, তার মালিক যদি স্বেচ্ছায় শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার অনুমতি দিয়ে থাকে, তাহলে জায়েজ হবে। অন্যথায় যে কারও মাধ্যমে চাপ প্রয়োগ করে হাফ ভাড়া দেয়া জায়েজ নেই। এতে অন্যের হক নষ্ট করার গোনাহ হবে। (ফতোয়ায়ে শামি : ৯/২৯১)।
প্রশ্ন : মাছ না ধরে পানিতে রেখেই পুকুর বিক্রি করা জায়েজ হবে?
উত্তর : না, এভাবে পুকুর বিক্রি করা জায়েজ হবে না। আগে মাছ ধরে তারপর বিক্রি করলে জায়েজ হবে। (আল মুহিতুল বোরহানি : ৬/৩৪৬)।
প্রশ্ন : মেডিসিন ব্যবহার করে কোনো খাদ্য বিক্রি করা জায়েজ হবে?
উত্তর : ব্যবসায়িক পণ্যকে ভালো ও সতেজ রাখতে স্বাস্থ্যসম্মত মেডিসিন ব্যবহার করা যায়। তবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রাণঘাতী কোনো মেডিসিন ব্যবহার করা বৈধ নয়। (আল মওসুআতুল ফিকহিয়্যা : ৯/২৬)।
প্রশ্ন : মাদ্রাসা বা মসজিদ ফান্ডের টাকা কাউকে ধার দেয়া যাবে?
উত্তর : না। তবে টাকা মসজিদণ্ডমাদ্রাসার প্রয়োজনের অতিরিক্ত হলে নির্ধারিত সময়ে পরিশোধের ব্যাপারে পূর্ণ আস্থা থাকলে মোতাওয়াল্লিদের অনুমতি সাপেক্ষে বিশ্বস্ত কাউকে ধার দেয়া যাবে। (ফতোয়ায়ে আলমগিরি : ২/৪১৪)।
প্রশ্ন : মসজিদের পাশের খাস জমি বিক্রি করে মসজিদের উন্নয়ন কাজে ব্যবহার করা যাবে?
উত্তর : না, যাবে না। মালিকানাহীন খাস জমি সরকারি মালিকানার অন্তর্ভুক্ত। সরকারি অনুমোদন ছাড়া কোনো প্রকার হস্তক্ষেপ করার অধিকার কারো নেই। (মওসুআতুল ফিকহিয়্যা : ৮/২৪২)।
প্রশ্ন : অমুসলিমদের বানানো মিষ্টি ক্রয় করা বা খাওয়া যাবে?
উত্তর : হারাম বা নাপাক কোনো কিছু থাকার বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্রয় করা বা খাওয়া যাবে, কোনো বাঁধা নেই। তবে সন্দেহ হলে এড়িয়ে চলা ভালো। (আল মুহিতুল বোরহানি : ৮/২৯)।