মুফতি শামিম আহমদ

ইমাম ও খতিব, বায়তুর রহমান জামে মসজিদ, সলিমুল্লাহ রোড, মুহাম্মদপুর, ঢাকা

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

প্রশ্ন : জনৈক ব্যক্তি ঢাকায় বসবাস করে। প্রতি বছর সে তার জাকাতের টাকা প্রতিবেশীকে না দিয়ে গ্রামের বাড়ি পাঠিয়ে দেয়। এতে তার জাকাত আদায় হবে?

উত্তর : গ্রামের বাড়ির লোকজন নিকটাত্মীয় বা অভাবী হলে জাকাত প্রদানের ক্ষেত্রে তাদেরকে প্রাধান্য দেওয়া বৈধ; বরং উত্তম। জাহহাক (রা.) সূত্রে বর্ণিত; তিনি বলেন, ‘যদি তোমার অভাবী নিকটাত্মীয় থাকে, তাহলে অন্যের তুলনায় তারা তোমার জাকাতের অধিক হকদার।’ (মুসান্নাফে ইবনে আবি শায়বা : ১০৬৩৯, খোলাসাতুল ফাতাওয়া : ১/২৪১)।

প্রশ্ন : গরিব আত্মীয়কে এ পরিমাণ জাকাত দেওয়া যাবে, যা দ্বারা সে নেসাব পরিমাণ বা তার বেশি অর্থের মালিক হয়ে যায়?

উত্তর : জাকাত গ্রহীতার ওপর জাকাত ফরজ হয়ে যায়, এ পরিমাণ অর্থ জাকাত বাবদ দেওয়া মাকরুহ। তবে এভাবে কেউ জাকাত দিলে এতেও জাকাত আদায় হয়ে যাবে। (ফতোয়ায়ে কাজিখান : ১/১৬৪)।

প্রশ্ন : সচরাচর ব্যবহৃত নয়, ঘরের এমন কিছু প্লেট-গ্লাস ও কাপড়-চোপড় আছে। কখনও মেহমান এলে তা ব্যবহারের প্রয়োজন দেখা দেয়। এভাবে বছরে ৩-৪ বার ব্যবহৃত হয়। উক্ত প্লেট-গ্লাস ও কাপড়-চোপড়ের ওপর জাকাত আসবে?

উত্তর : না, প্রশ্নোক্ত ব্যবহৃত জিনিসের ওপর জাকাত আসবে না। (মারাকিল ফালাহ : ৩৮৯)।

প্রশ্ন : কেউ নেসাব পরিমাণ সম্পদের মালিক। তার নাবালেগ সন্তানদের পক্ষ থেকে ফেতরা আদায় করা কি তার ওপর ওয়াজিব?

উত্তর : নাবালেগের নিজস্ব সম্পদ থাকলে ওই সম্পদ থেকে তার ফেতরা আদায় করবে। অন্যথায় সামর্থ্যবান পিতা (যার ওপর ফেতরা ওয়াজিব) নিজ ফেতরার সঙ্গে নাবালেগ সন্তানের সদাকাতুল ফিতিরও আদায় করবে।’ (আদ্দুররুল মুখতার : ২/৩৬১)।

প্রশ্ন : কারও বাবা দুজন স্ত্রী রেখে ইন্তেকাল করেছেন। তার সৎ মা সন্তানহীনা ও দরিদ্র। সে তার প্রয়োজনীয় খরচাদি বহন করে থাকে। তার জাকাতের টাকা থেকে কাপড় ইত্যাদি কিনে দিলে এতে ওই লোকের ওই টাকার জাকাত আদায় হবে?

উত্তর : সৎ মাকে জাকাত দেয়া বৈধ। (তাবঈনুল হাকায়েক : ২/১২২)।