বাংলাদেশের প্রখ্যাত সমাজবিজ্ঞানী, বেসরকারি সংগঠন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুয়রের (ডরপ) প্রতিষ্ঠাতা আবুল হাসান মোহাম্মাদ নোমান (এএইচএম নোমান) তার সুদীর্ঘ জীবনে দেশ ও মানবসেবায় যে অসাধারণ কর্ম করেছেন, তা সবার জন্য উদ্দীপনাময়। নতুন নতুন চিন্তা ও তা বাস্তবায়িত করার অন্যতম কারিগর মোহাম্মাদ নোমান একদিকে যেমন মাতৃত্বকালীন ভাতা প্রদান ও স্বাস্থ্য-গ্রামের প্রবক্তা, অপরদিকে নারীর ক্ষমতায়নে ও পানীয় জলের ব্যাপারে তার চিন্তাধারা দেশ-বিদেশে বহু সম্মানে তাকে অলংকৃত করেছে। তিনি বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানে প্রধান কর্মকর্তা হয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। পৃথিবীর বিভিন্ন দেশে উন্নয়ন ও মানবাধিকার বিষয়ে তার জোরালো বক্তব্য সবাইকে আকৃষ্ট করে। ‘চলার পথের কথা’ তারই একটি অংশ। ছয়টি অধ্যায়ে সাজানো বইটির সূচনা করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে লেখকের স্মরণ ও স্মৃতিবিজড়িত গদ্যে। এর পর ভ্রমণগল্প, সমাজ, সভ্যতাণ্ডসংস্কৃতিসহ মানুষ ও জীবনের নানা দিক নিয়ে তথ্যবহুল আলোচনা করেছেন প্রতিটি অধ্যায়ে।
রাতুল গ্রন্থপ্রকাশ থেকে প্রকাশিত ২৫৬ পৃষ্ঠার বইটির পাতায় পাতায় রয়েছে দেশ-বিদেশের সমাজ-সংস্কৃতির সঙ্গে জড়িয়ে পড়া লেখকের চলার পথের কথালাপ। ৫০০ টাকা মূল্যের বইটিতে সংযুক্ত হয়েছে তথ্যের সঙ্গে সব স্থিরচিত্র। সেকান্দার আলী খানের আঁকা প্রচ্ছদে আবৃত বইটির নির্বাচন ব্যবস্থাপনা অধ্যায়টি বেশ আকর্ষণীয়। যেখানে লেখক ‘নেপালের নির্বাচন : শেখার আছে অনেক’ শিরোনামে তথ্যবহুল উপস্থাপনায় জাতিকে দিশা দিয়েছেন নির্বাচনের আধুনিক ও সুশৃঙ্খল সব অভিনব পদ্ধতির। এ অধ্যায়ে আরও তুলে ধরেছেন স্পেনের নির্বাচন পদ্ধতি, সাবলীল নির্বাচন : টরোন্টো সিটি করপোরেশন।
ষষ্ঠ অধ্যায়ে ‘স্বপ্নের আঁতুড়ঘর’ শিরোনামে সমাজ ও সামাজিকতার নানা দিক তুলে ধরে লেখক দেখিয়েছেন তার আর্তমানবতার পাশে দাঁড়ানোর নানান দৃষ্টান্ত, যা পাঠমাত্রেই পাঠককে ‘মানুষ মানুষের জন্য’ কথাটির মর্ম উপলব্ধি করতে শেখাবে। বইটির ‘উন্নয়ন-পরিবর্তন দুর্দশা’ অধ্যায়ে ‘অবিপণনকৃত ভারতের বিপণনকৃতকরণ’ শিরোনামে অনুসন্ধানহীন বিষয়কে অনুসন্ধান, অদেখাকে দেখা, অভিজ্ঞতাহীন বিষয়ে অভিজ্ঞতা অর্জন, অ-শোনা বিষয়ে শোনা, অবিক্রীত বিষয়ে বিক্রি করা, অতি রহস্যাবৃত বিষয়কে রহস্যমুক্ত করা, অমূল্যায়িত বিষয়কে যথাস্থানে মূল্যায়ন, বিচ্ছিন্নকে স্থায়িত্ব প্রদান, অস্থানে স্থাপিতকে যথাস্থানে স্থাপন, অসংঘবদ্ধকে সংঘবদ্ধ করা, নেটওয়ার্কিংয়ের জন্য সংযোগহীনকে সংযোগ প্রদান, সুপ্তকে জাগ্রত করা, ভুলভাবে মূল্যায়িতকে পুনঃমূল্যায়ন করা, স্থানীয়কে আন্তর্জাতীয়করণ এবং আন্তর্জাতিককে স্থানীয়করণ বিষয়ে সহায়তাদানের ইচ্ছে ব্যক্ত করে লেখক অবিপণনকৃতকে বিপণন করার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। সর্বোপরি, বইটির প্রতিটি কথা জীবন চলার পথে সমাজ, মানব, মানবতা ও দেশ-বিদেশের সাম্য-সমতা ও অগ্রগতি নিয়ে পাঠককে ভাবতে শেখাবে।
বই : চলার পথের কথা
লেখক : এএইচএম নোমান
প্রকাশক : রাতুল গ্রন্থপ্রকাশ
প্রচ্ছদ : সেকান্দার আলী খান
পৃষ্ঠা : ২৫৬
মূল্য : ৫০০ টাকা