শাওয়ালের ভ্রান্ত ধারণা
জাকারিয়া মাহমুদ
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শাওয়ালের ছয় রোজাকে অনেকে সাক্ষী রোজা নামে অভিহিত করেন। এটা শরিয়ত স্বীকৃত নাম নয়, কোরআন-হাদিসের কোথাও এ নামের উপস্থিতি পাওয়া যায় না। বলতে হবে শাওয়ালের ৬ রোজা। অনেকে আবার এ ছয় রোজাকে বিশেষভাবে মহিলাদের জন্য বলে মনে করেন। এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা বৈ কিছু নয়। কেননা, এ রোজা রাসুল (সা.) নিজে রেখেছেন এবং উম্মতকে রাখতে উদ্বুদ্ধ করেছেন।
এর প্রতিদান আল্লাহতায়ালা নারী-পুরুষ উভয়ের জন্য নির্ধারণ করেছেন। তাই শাওয়াল মাসের যে কোনো সময় নারী-পুরুষ যে কেউ এ রোজা ধারাবাহিকভাবে বা বিরতি দিয়ে রাখতে পারেন। তবে রমজানের রোজা ছাড়া অন্য সব রোজার নিয়ত নির্ধারিত সময়ের মধ্যে করতে হয়। শাওয়ালের রোজার ক্ষেত্রেও ঘুমানোর আগে অন্তরে যদি দৃঢ় নিয়ত থাকে, তাহলে সাহরি না করতে পারলেও রোজা হয়ে যাবে। (ফাতহুল কাদির : ২/৩১১)।