ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিযোগিতা

নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিযোগিতা

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন তমদ্দুন মজলিসের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ‘নজরুলের জীবন ও সাহিত্যকর্ম’ বিষয়ে অনূর্ধ্ব ১ হাজার ২০০ শব্দে লিখে শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রমাণপত্র ও সর্বসাধারণের জন্য জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পিতামাতার নাম ও পূর্ণাঙ্গ ঠিকানাসহ মোবাইল ফোন নম্বর দেয়া বাধ্যতামূলক। আগামী ২৪ মে’র মধ্যে ডাকযোগে, কুরিয়ারে অথবা সরাসরি যোগাযোগের ঠিকানায় লেখা পাঠাতে বলা হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী এবং সব অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হবে। বিজয়ী ও অংশগ্রহণকারীর নাম আগামী ২৬ মে রাত ৮টায় তমদ্দুন মজলিসের অফিসিয়াল ফেসবুক পেজ ও গ্রুপে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনলাইন আলোচনা অনুষ্ঠান শেষে ঘোষণা করা হবে।

যোগাযোগ

মো. তাওহিদ খান

১৯৩/এ, জীবন ভবন (২য় তলা), ফকিরেরপুল, ঢাকা ১০০০

০১৭৩৫ ৩১১ ৪২৪

এম. এইচ. সুজন মাহমুদ

আবুজর গিফারী ইসলামি কমপ্লেক্স

১/২৫/এ, পূর্ব বাসাবো, পাটোয়ারী গলি, ব্যাংক পল্লী, ঢাকা ১২১৪

০১৭৮২ ৮১৫ ৪০০

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত