ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন তমদ্দুন মজলিসের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ‘নজরুলের জীবন ও সাহিত্যকর্ম’ বিষয়ে অনূর্ধ্ব ১ হাজার ২০০ শব্দে লিখে শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রমাণপত্র ও সর্বসাধারণের জন্য জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পিতামাতার নাম ও পূর্ণাঙ্গ ঠিকানাসহ মোবাইল ফোন নম্বর দেয়া বাধ্যতামূলক। আগামী ২৪ মে’র মধ্যে ডাকযোগে, কুরিয়ারে অথবা সরাসরি যোগাযোগের ঠিকানায় লেখা পাঠাতে বলা হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী এবং সব অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হবে। বিজয়ী ও অংশগ্রহণকারীর নাম আগামী ২৬ মে রাত ৮টায় তমদ্দুন মজলিসের অফিসিয়াল ফেসবুক পেজ ও গ্রুপে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনলাইন আলোচনা অনুষ্ঠান শেষে ঘোষণা করা হবে।
যোগাযোগ
মো. তাওহিদ খান
১৯৩/এ, জীবন ভবন (২য় তলা), ফকিরেরপুল, ঢাকা ১০০০
০১৭৩৫ ৩১১ ৪২৪
এম. এইচ. সুজন মাহমুদ
আবুজর গিফারী ইসলামি কমপ্লেক্স
১/২৫/এ, পূর্ব বাসাবো, পাটোয়ারী গলি, ব্যাংক পল্লী, ঢাকা ১২১৪
০১৭৮২ ৮১৫ ৪০০