ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মুফতি দিদার শফিক

সাবেক মুহাদ্দিস ও শিক্ষা সচিব, জামেয়া ইসলামিয়া জাইনুল উলুম ঢাকারগাও
মুফতি দিদার শফিক

প্রশ্ন : নামাজি ব্যক্তির পকেটে মোবাইল ফোন বেজে ওঠলে নামাজে তা বন্ধ করার হুকুম কী?

উত্তর : কে কল করেছে তা দেখার চেষ্টা না করে এক হাত দ্বারা মোবাইল ফোন বন্ধ করলে নামাজ ভঙ্গ হবে না। তবে কার কল এলো ইচ্ছাকৃতভাবে তা দেখলে নামাজ মাকরুহ তথা ত্রুটিপূর্ণ হবে। কল আসা মাত্রই নামাজি ব্যক্তি এক হাত দ্বারা দ্রুত মোবাইলটি বন্ধ করে দেবে। বন্ধ করার জন্য বাটন দেখার প্রয়োজন হলে তা দেখতে পারবে। এতে নামাজের কোনো সমস্যা হবে না। (আল মুহিতুল বুরহানি : ২/১৫৯, রদ্দুল মুহতার : ২/৩৯৮, আদদুররুল মুখতার : ২/৩৮৪ (জাকারিয়া) ফাতাওয়া তাতারখানিয়া : ২/২৩৪)।

প্রশ্ন : নামাজে তাশাহুদ পড়ার সময় কখন শাহাদাত আঙুল ওঠাতে হয়? এর নিয়ম কী?

উত্তর : তাশাহুদ পড়ার সময় যখন ‘লা ইলাহা’ পড়বে তখন শাহাদাত তথা তর্জনী আঙুল উপরে ওঠাবে আর যখন ‘ইল্লাল্লাহু’ পড়বে তখন নামাবে। এর নিয়ম হলো, ডান হাতের কনিষ্ঠা ও অনামিকা আঙুল হাতের তালুর সঙ্গে মিলিত থাকবে। মধ্যমা ও বৃদ্ধা আঙুলদ্বয় দ্বারা বৃত্ত তৈরি করা হবে। আর উপরের নিয়ম অনুযায়ী শাহাদাত আঙুল দ্বারা ইশারা করা হবে। তাশাহুদ পড়া শেষ হওয়া পর্যন্ত আর শেষ বৈঠক হলে সালাম ফেরানো পর্যন্ত কনিষ্ঠা ও অনামিকা আঙুলদ্বয় তালুর সঙ্গে মিলিত থাকবে, মধ্যমা ও বৃদ্ধা আঙুলদ্বয় বৃত্ত আকারে থাকবে আর শাহাদাত আঙুলটি ইশারা করার পর মধ্যমা আঙুল স্পর্শক হয়ে অবনমিত থাকবে। (ফাতাওয়া মাহমুদিয়া : ৯/৩৫০, রদ্দুল মুহতার : ২/২১৭, মুসলিম : ১/২১৬ পৃ. ইলাউস সুনান : ২/৮৬৫ দারুল ফিকর)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত