ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ঈমান ভঙ্গের কারণ ও তাকফিরের ভুলনীতি

ঈমান দৃঢ়করণে অনন্য পাথেয়

মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ
ঈমান দৃঢ়করণে অনন্য পাথেয়

বই : ঈমান ভঙ্গের কারণ ও তাকফিরের ভুলনীতি

রচনা : সালাহউদ্দিন বিন আহমদ ইদলিবি

অনুবাদ : মুইনুল ইসলাম

প্রকাশক : রাহনুমা প্রকাশনী

প্রচ্ছদ : মুহারেব মুহাম্মদ

পৃষ্ঠা : ১৬৭

মূল্য : ২০০ টাকা

সংযোগ : ০১৯৭০ ৫৯ ৩৩ ৪৯

ঈমান সবচেয়ে মূল্যবান সম্পদ। বিশুদ্ধ ঈমান ছাড়া পরকালে মুক্তি অসম্ভব। একজন মোমিনের জন্য নিজের ঈমান সম্পর্কে স্বচ্ছ ও সঠিক ধারণা থাকা অপরিহার্য। ঈমান কীভাবে আনতে হয়, কীসে ঈমানের ওপর অটল থাকা যায়, ঈমান কীসে নষ্ট হয়, মোমিন জীবনে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরবের প্রথিতযশা গবেষক সালাহউদ্দিন বিন আহমদ ইদলিবি ঈমান ভঙ্গের কারণ নিয়ে কোরআন-সুন্নাহর আলোকে একটি পুস্তিকা উপহার দিয়েছেন। গ্রন্থটি বাংলা ভাষায় অনূদিত হওয়া প্রয়োজন ছিল। কারণ, আমাদের দেশে ঈমান ভঙ্গের কারণ নিয়ে নানা প্রান্তিকতা রয়েছে। রাহনুমা প্রকাশনীর উপস্থাপনায় পুস্তিকাটির অনুবাদ হওয়ায় বাংলাভাষী পাঠক খুব ভালো কিছু উপহার পেল। অনুবাদক বইটির অনুবাদ করেই ক্ষান্ত হননি, ক্ষেত্রবিশেষ অনেক মূল্যবান টীকাও জুড়ে দিয়েছেন।

যুক্ত করেছেন ভারত উপমহাদেশের ওলামায়ে কেরামের মূল্যবান মতামতও। বইটি পাঠে নিজের ঈমানে যেমন দৃঢ়তা আসবে, তেমনি কে মোমিন, কে মোমিন নয়, এ বিষয়ে স্বচ্ছ ও পরিষ্কার ধারণা লাভ করা যাবে। পাশাপাশি কোনো মোমিনকে খুব সহজেই কাফের আখ্যা দেয়ার যে প্রবণতা, এর কদর্য ও ভয়াবহতা উপলব্ধি করা সম্ভব হবে। মুহারেব মুহাম্মদের আঁকা প্রচ্ছতে আবৃত ১৬৭ পৃষ্ঠার বইটির মূল্য ২০০ টাকা। গ্রন্থটি ঢাকার বাংলাবাজারসহ দেশের যে কোনো অভিজাত লাইব্রেরিতে পাওয়া যাবে। এ ছাড়া ঘরে বসে সংগ্রহ করতে রাহনুমা প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেইজে, রকমারি ও ওয়াফি লাইফে কিংবা সরাসরি- ০১৯৭০ ৫৯ ৩৩ ৪৯ অথবা ০৯৬১৩ ৮২ ৩৩ ৪৯ নম্বরে ফোন করে অর্ডার করা যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত