ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নতুন বই

নববি চরিত্রের সৌরভ

নববি চরিত্রের সৌরভ

লেখক : আবদুল্লাহ হাসান কাসেমি

প্রকাশক : নবপ্রকাশ

প্রচ্ছদ : আবদুল্লাহ আশরাফ

পৃষ্ঠা : ২১৬

মূল্য : ৩০০ টাকা

সংযোগ : ০১৯৭৪ ৮৮৮ ৪৪১

নবী-রাসুলদের পুণ্যময় জীবনের সত্য ঘটনাবলি শিক্ষা, উপদেশ ও দিকনির্দেশনা লাভের অন্যতম মাধ্যম। যা পাঠের মাধ্যমে যে কোনো মুসলমান অর্জন করতে পারে তাকওয়া, আল্লাহভীরুতা, ঈমানি দৃঢ়তা ও আমলের প্রতি অবিচলতা। রাসুল (সা.)-এর সুমহান জীবনের চিন্তাকর্ষক ঘটনাবলি এ ক্ষেত্রে আহের বেশি প্রভাবক ও উদ্দীপক। কেননা, বিশ্বনবী (সা.)-এর গৌরব উজ্জ্বল আসনে অধিষ্ঠিত, খাতামুন্নাবিয়্যিনের অনন্য মর্যাদায় অভিষিক্ত তার অনন্য জীবন। তার জীবনাদর্শ ও স্বভাব-চরিত্র ছিল সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট। মানবিক চরিত্রের উৎকর্ষ সাধনে এবং আদর্শ ও চরিত্রবান মানুষ গঠনে অবশ্যই তার পদাঙ্ক অনুসরণ করতে হবে। তার জীবন-চরিত্রের দিপাধার থেকে আলো গ্রহণ করতে হবে। তাই নবীচরিত্রের আলো জীবনে ধারণ করার লক্ষ্যে আবদুল্লাহ হাসান কাসেমি রচনা করেছেন ‘নববি চরিত্রের সৌরভ’ গ্রন্থ। নবপ্রকাশ প্রকাশিত ২১৬ পৃষ্ঠার বইটি সুখপাঠ্য ও গ্রহণযোগ্যতার মানদ-ে উত্তীর্ণ। হাদিস, সিরাত, শামায়েল, রিজাল ও তাবাকাত-বিষয়ক গ্রন্থগুকের থেকে নবী-চরিত্রের সুন্দর সুন্দর ঘটনা নির্বাচন করা হয়েছে। সহজ, সাবলীল ও প্রাঞ্জল উপস্থাপনায় গল্পের পর গল্প তুলে ধরা হয়েছে। ৩০০ টাকা মূল্যের বইটি পাঠের মাধ্যমে গল্পে গল্পে জানা যাবে নবীজি (সা.)-এর দয়া-মমতা, স্নেহ-ভালোবাসা, ক্ষমা-উদারতা, ধৈর্য-সহিষ্ণুতা, দান-বদান্যতা, নিষ্ঠা-আন্তরিকতা, সাহস-নির্ভীকতা এবং ন্যায়-নিষ্ঠার মতো স্বভাবগত গুণাবলি। অন্যকে নিজের ওপর প্রাধান্য দেয়া, ভোগের পরিবর্তে ত্যাগে আনন্দিত হওয়া, মজলুমের পক্ষে ও জালেমের বিপক্ষে অবস্থান নেয়া, গরিব-মিসকিন ও এতিমণ্ডবিধবার প্রতি সহায়তার হাত সম্প্রসারণ করা, দুর্যোগ-দুর্বিপাকের কবল থেকে অসহায় মানুষকে মুক্তির ব্যবস্থা করার মতো নববি বৈশিষ্ট্যগুলোর আলোচনা তো আছেই। ঘরে বসে বইটি সংগ্রহ করতে অনলাইনে রকমারিতে কিংবা সরাসরি অর্ডার করুন : ০১৯৭৪ ৮৮৮ ৪৪১, ০১৯১৩ ৫০ ৮৭ ৪৩ নম্বরে।

মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত