ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

সাবেক সহকারী মুফতি, জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম (গওহরডাঙ্গা মাদ্রাসা), টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ
মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

প্রশ্ন : মাসবুক ব্যক্তি তার ছুটে যাওয়া নামাজের জন্য কখন দাঁড়াবে?

উত্তর : ইমামের দু’দিকে সালাম ফেরানোর পর মাসবুক তার ছুটে যাওয়া নামাজের জন্য দাঁড়াবে। এর আগে দাঁড়ানো অনুত্তম। (খিযানাতুল আকমাল ১/৫৮, বাদায়েউস সানায়ে : ১/৫৬৩, হালবাতুল মুজাল্লি : ২/৪৬৪, হাশিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ : ২৫২)।

প্রশ্ন : বসে নামাজ পড়াবস্থায় কেরাত পড়ার সময় হাত বাঁধতে হবে?

উত্তর : বসে নামাজ পড়াবস্থায় হাত বেঁধে কেরাত পড়তে হবে। কেননা, বসে নামাজের ক্ষেত্রে কেরাত পড়াবস্থার বিধান দাঁড়ানোর মতোই। তাই এ ক্ষেত্রে দাঁড়িয়ে নামাজ পড়ার সব নিয়ম প্রযোজ্য।

যেমন- সানা ও কেরাত পড়া, হাত বাঁধা ইত্যাদি। (হাশিয়াতুত তাহতাবি : ১৪০, আদ্দুররুল মুখতার : ১/৪৮৭)।

আলোকিত বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত