বই : নাশরুত তীব [সুবাসিত নবীজীবন]
রচনা : মাওলানা আশরাফ আলী থানবি (রহ.)
অনুবাদ : মাওলানা ওয়ালী উল্লাহ আরমান
প্রকাশক : ইসলামিয়া কুতুবখানা
পৃষ্ঠা : ৪২০
মুদ্রিত মূল্য : ২২৫ টাকা
মহানবী (সা.) মুসলিম উম্মাহর অনন্য আদর্শ ও পথপ্রদর্শক। তিনি ছিলেন পরশ পাথর। তার পরশে আলোকিত হয়েছে গোটা বিশ্ব। তার ৬৩ বছরের জীবনে রয়েছে আমাদের জীবন চলার পাথেয় ও নির্দেশনা। তাকে ভালোবাসা, সব কাজে তার অনুসরণ-অনুকরণ করে জীবন পরিচালনা করা জরুরি। এতে আমাদের জীবন হবে সুখসমৃদ্ধ, ঈমান বৃদ্ধি পাবে, যুগের সঙ্গে তাল মিলিয়ে আবিষ্কৃত আধুনিকায়নে সঠিকভাবে পথ চলতে বেগ পেতে হবে না। রাসুল (সা.)-এর সেই আলোকিত জীবনালেখ্য রচনায় যুগ যুগ ধরে বহু মনীষা কলম ধরেছেন। তাদের জীবন ও কর্ম হয়েছে ধন্য। সেই ধারাবাহিকতায় ১৯১১ খ্রিষ্টাব্দে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানবি (রহ.) রচনা করেন ‘নাশরুত তীব ফি যিকরিন নাবিয়্যিল হাবিব’ নামক কালজয়ী সিরাতগ্রন্থ।
বইটি রচনাকালে গোটা ভারতবর্ষে প্লেগ মহামারি ছড়িয়ে পড়েছিল। চারদিক থেকে মৃত্যুসংবাদ শোনা যাচ্ছিল। বর্ণিত আছে, তিনি যেদিন এ গ্রন্থের কিছু অংশ রচনা করতেন, সেদিন আর কোনো মৃত্যুসংবাদ আসত না। এমনকি গ্রন্থটির উসিলায় মহান আল্লাহর রহমতে থানাভবন ও আশপাশের এলাকার লোকজন নিরাপদে ছিল। মূলবান এ গ্রন্থটি পাঠে অনেক বরকত ও কল্যাণ রয়েছে। বইটি এর আগেও বাংলা ভাষায় অনূদিত হয়েছে। কিন্তু এবার সময়োপযোগী উপস্থাপনায় আরও নান্দনিক ও সাবলীল ভাষায় অনুবাদ করেছেন সময়ের প্রতিশ্রুতিশীল লেখক ও অনুবাদক মাওলানা ওয়ালী উল্লাহ আরমান।
বইটির বিষয়কে মোট ৪১টি অধ্যায়ে ভাগ করা হয়েছে। প্রতিটি অধ্যায়ে আলোচ্য বিষয়ে কোরআনের একাধিক আয়াত ও হাদিস সংকলন করে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রতিটি অধ্যায়ে ‘কাসিদায়ে বুরদা’ নামক নবীপ্রেমের অনন্য কবিতামালার মূল আরবি ও তার সাবলীল অনুবাদ যুক্ত করা হয়েছে। গ্রন্থটি নবীজি (সা.)-এর সিরাত বিষয়ে অনন্য সংযোজন। বইটির পাতায় পাতায় রয়েছে নবীজীবনের সৌরভ। যা পাঠমাত্রেই পাঠককে ডুবিয়ে রাখবে নবীপ্রেমের অথৈ সাগরে। ঝকঝকে ছাপা ও উন্নত বাঁধাইয়ের মোড়কে আবৃত ৪২০ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে দেশের শীর্ষ ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান ইসলামিয়া কুতুবখানা। ২২৫ টাকা মূল্যের বইটি বাংলাবাজার ও বায়তুল মোকাররমের ইসলামি বইয়ের দোকানগুলোতে পাওয়া যাচ্ছে। ঘরে বসে সরাসরি সংগ্রহ করতে রকমারি ডটকমসহ বিভিন্ন অনলাইন বুকশপে অর্ডার করা যাবে।