প্রশ্ন : গোবর পোড়ানো ছাই দিয়ে দাঁত মাজা যাবে?
উত্তর : হ্যাঁ, যাবে। কারণ, গোবর বা অন্য কোনো নাপাক আগুনে পুড়ে ছাই হয়ে গেলে তা আর নাপাক থাকে না। (আল বাহরুর রায়েক : ১/৩৯৪)।
প্রশ্ন : মরা মুরগির পেটের ডিম খাওয়া যাবে?
উত্তর : হ্যাঁ, খাওয়া যাবে। (খোলাসাতুল ফাতাওয়া : ৪/৩৬০)।
প্রশ্ন : সন্তান প্রসবের আগে এক নারীর ইন্তেকাল হয়েছে। ডাক্তার বলছেন, ‘গর্ভের সন্তান জীবিত আছে। কাজেই তাকে অপারেশন করে বের করতে হবে; নইলে বাচ্চাটি মারা যাবে।’ অপরদিকে কিছু লোক বলছে, ‘যেহেতু স্ত্রীলোকটি মারা গেছে, তাই এখন তাকে অপারেশন করা ঠিক হবে না।’ এমতাবস্থায় অপারেশন করে বাচ্চাটিকে বের করা যাবে?
উত্তর : অভিজ্ঞ মুসলিম ডাক্তার যদি বলেন, গর্ভস্থ সন্তান জীবিত আছে, তাহলে অপারেশন করে বাচ্চা বের করা আবশ্যক। (ফতোয়ায়ে তাতারখানিয়া : ১/১১৭)।
প্রশ্ন : অনেকে ছুরি নিয়ে রাতে মাছ শিকার করে। অনেক সময় দেখা যায়, ছুরির আঘাতে মাছ পানির মধ্যে দ্বিখণ্ডিত হয়ে যায়। ওই দ্বিখণ্ডিত মাছ খাওয়া বৈধ হবে?
উত্তর : হ্যাঁ, আঘাতে দ্বিখণ্ডিত মাছ খাওয়া বৈধ। (ফতোয়ায়ে আলমগিরি : ৫/৪৮৪)।
প্রশ্ন : কতক নারী গরুর গোবর সংগ্রহ করে পাটকাঠির সঙ্গে লাগিয়ে এক ধরনের জ্বালানি তৈরি করে। এরপর তা নিজেরা জ্বালানির কাজে ব্যবহার করে, আবার অনেক সময় বিক্রিও করে। তাদের এ গোবরের জ্বালানি ব্যবহার ও বিক্রয় বৈধ হবে?
উত্তর : হ্যাঁ, গোবর জ্বালানি বা অন্য কোনো কাজে ব্যবহার ও বিক্রয় উভয়টি বৈধ। (রদ্দুল মুহতার : ৫/৫৮)।