প্রশ্নোত্তর

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

প্রশ্ন : খাঁচাবন্দি করে পাখি লালন-পালন করার বিধান কী?

উত্তর : যেসব পাখি খাঁচাতেই জন্মায় এবং এখানেই বড় হয়, অর্থাৎ (ওড়া পাখি নিয়ে এসে বন্দি করা হয়েছে এমন নয়), এসব পালিত পাখিকে নিয়মিত খাবার, পানি ও চিকিৎসা দিয়ে সুন্দরভাবে পরিচর্যা করতে পারলে খাঁচায় রেখে লালন-পালন করা জায়েজ হবে। কয়েকজন সাহাবির থেকে খাঁচায় পাখি লালন-পালন করা প্রমাণিত রয়েছে। হিশাম ইবনে উরওয়া (রা.) সূত্রে বর্ণিত; তিনি বলেন, আবদুল্লাহ ইবনে যুবায়ের (রা.) মক্কায় ছিলেন। তখন সাহাবিরা খাঁচায় পাখি রাখতেন। (আল আদাবুল মুফরাদ : ৩৮৩)। কিন্তু এ ক্ষেত্রে যথাযথ পরিচর্যা করতে হবে।

পরিচর্যা করতে না পারলে অথবা বন্দি করে রাখার কারণে কষ্ট পেলে খাঁচায় আটকে রাখা জায়েয হবে না; বরং ছেড়ে দিতে হবে। প্রকাশ থাকে যে, বাইরে উড়ে বেড়ায় এমন পাখিকে খাঁচায় বন্দি করলে তাদের কষ্ট হতে পারে। তাই এ ধরনের পাখি খাঁচায় বন্দি না করা উচিত। (বোখারি : ৬২০৩, ফাতহুল বারি : ১০/৬০১, ফতোয়ায়ে কারিইল হেদায়া : ২০০, রদ্দুল মুহতার : ৬/৪০১)।