ঢাকা ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

সাবেক সহকারী মুফতি, গওহরডাঙ্গা মাদ্রাসা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ
মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

প্রশ্ন : আমাদের দেশে মোনাজাত শেষে মুখমণ্ডলে হাত মোছার ব্যাপক প্রচলন আছে। কিন্তু আরব শায়খদের দেখা যায়, তারা মোনাজাত শেষে সরাসরি হাত ছেড়ে দেন। তাহলে হাত মোছা বা ছেড়ে দেওয়া কোনোটা গ্রহণযোগ্য?

উত্তর : দোয়া শেষে হাত চেহারায় মোছা হাদিস দ্বারা প্রমাণিত। তাই চেহারায় হাত মোছাই হাদিসসম্মত। তবে না মুছলেও সমস্যা নেই। রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা হাতের পিঠের দ্বারা নয়, বরং হাতের তালুর দ্বারা আল্লাহর কাছে চাইবে। এরপর দোয়া শেষে তোমাদের হাতের তালু দিয়ে নিজের চেহারা মুছবে।’ (সুনানে আবি দাউদ : ১৪৮৫, মুসতাদরাকে হাকেম : ১৯৬৮, মুজামুল কাবির লিত তাবারানি : ১০৭৭৯)। ওমর (রা.) বলেন, ‘রাসুল (সা.) দোয়া করার সময় যখন তার উভয় হাত তুলতেন, তিনি তা দিয়ে তার মুখমণ্ডল মর্দন না করা পর্যন্ত নামাতেন না।’ (তিরমিজি : ৩৩৮৬, মুসনাদে বাজ্জার : ১১২৯, মুসতাদরাকে হাকেম : ১৯৬৭)। জুহরি (রহ.) বলেন, ‘রাসুল (সা.) দোয়ার সময় বুক বরাবর হাত উত্তোলন করতেন। দোয়া শেষে উভয় হাত দ্বারা চেহারা মুছতেন।’ (মুসান্নাফে আবদির রাজ্জাক : ৩২৩৪)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত