ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আইএফএ কনসালটেন্সির কর্মশালা অনুষ্ঠিত

হাসান আজীজ
আইএফএ কনসালটেন্সির কর্মশালা অনুষ্ঠিত

গত ২ ডিসেম্বর (শনিবার) রাজধানীর ফার্মগেটের কেআইবি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে ইসলামি ফাইন্যান্সে অগ্রসর চিন্তা ও উদ্ভাবন শিরোনামে দিনব্যাপী কর্মশালা। ইসলামি ফাইন্যান্সে মানদ- প্রণয়ণকারী পৃথিবীখ্যাত প্রতিষ্ঠান ‘অ্যাওফি’ বাহরাইনের অধীনে প্রোগ্রামটি আয়োজন করেছে বাংলাদেশের শীর্ষ শরিয়াহ কনসালটেন্সি ফার্ম ও ইসলামি ফাইন্যান্সে ট্রেইনিং প্রদানকারী ও রিসার্চ বেইজড প্রতিষ্ঠান ‘আইএফএ কনসালটেন্সি লিমিটেড’। দিনব্যাপী তিনটি সেশনে মোট ৬টি কিনোট প্রেজেন্টেশনের প্রেজেন্টার ছিলেন সিকিউরিটিজ কমিশন মালয়েশিয়ার সহকারী পরিচালক ড. আজলান ইস্কান্দার মির্জা, আইএফএ কনসালটেন্সি লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আব্দুল্লাহ মাসুম, সেন্ট্রাল ব্যাংক পাকিস্তানের শরিআহ বোর্ডের চেয়ারম্যান ড. মুফতি ইরশাদ আহমদ ইজায, আমানাহ অ্যাডভাইজরীর পরিচালক মুফতি ফারাজ আদাম, আদল অ্যাডভাইজরি মালয়েশিয়ার পরিচালক ড. মুফতি ইউসুফ সুলতান এবং ইসলামি ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মশিউর রহমান।

প্রতিটি কিনোটের পর স্বতন্ত্র প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। তাতে দেশ-বিদেশের ইসলামি ফাইন্যান্স ইন্ডাস্ট্রির লিডারগণ অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে সূচনা বক্তব্যে আইএফএ কনসালটেন্সি লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক বলেন, ‘ইসলামি ফাইন্যান্স এখন বিশ্ব চাহিদায় পরিণত হয়েছে। বাংলাদেশেও এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। আমাদের উচিত, এ বিষয়ে জ্ঞান বৃদ্ধি করে এ অঙ্গনে আমাদের প্রত্যেকের সাধ্যানুসারে অবদান তৈরি করা। শুধু সমালোচনা যথেষ্ট নয়, অবদান তৈরির মাধ্যমে ইতিবাচক ভূমিকা তৈরি করা প্রয়োজন। আজকের এ আন্তর্জাতিক ওয়ার্কশপ মূলত সেই অবদান তৈরির একটি প্রচেষ্টা।’ সমাপনী বক্তব্যে আইএফএ কনসালটেন্সির পরিচালক মুফতি আব্দুল্লাহ মাসুম আরও বলেন, ‘একটি ওয়ার্কশপ তখনই সফল হয়, যখন আমরা এর থেকে কোনো কিছু গ্রহণ করে আমাদের পরবর্তী জীবনে বাস্তবায়ন করতে পারি। আমি বিশ্বাস করি, আমরা আজ যেসব বিষয়ে আলোচনা শুনেছি, সে বিষয়ে সচেতন হবে। সর্বোপরি আমাদের জীবন হালালময় করার প্রত্যয় গ্রহণ করব।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত