ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মুফতি মাকসূদুল হক

মুফতি ও মুহাদ্দিস, গওহরডাঙ্গা মাদ্রাসা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ
মুফতি মাকসূদুল হক

প্রশ্ন : কেউ যদি আজানের মাঝে ভুলে ‘হাইয়া আলাল ফালাহ’কে ‘হাইয়া আলাস সালাহ’ বলার আগে বলে ফেলে এবং তৎক্ষণাৎ স্মরণ হয়, তবে সেক্ষেত্রে কী করণীয়? আজান কি পুনরায় শুরু করবে?

উত্তর : প্রশ্নোক্ত ক্ষেত্রে ‘হাইয়া আলাস সালাহ’-এর পর পুনরায় ‘হাইয়া আলাল ফালাহ’ বলে যথানিয়মে বাকি আজান শেষ করবে। নতুন করে আজান দোহরাবে না। (কিতাবুল আসল : ১/১৩৯, আল মুহিতুল বোরহানি : ১/৩৯৯, আল বাহরুর রায়েক : ১/৪৪৯, আদ্দুররুল মুখতার : ১/৩৮৯, আহসানুল ফাতাওয়া : ২/২৮৫)।

প্রশ্ন : কোনো ব্যক্তি চার রাকাত ফরজ নামাজের প্রথম বৈঠকে ভুলে তাশাহুদ পড়ার আগে সুরা ফাতিহা পড়ে ফেলেছে। এখন তার নামাজের হুকুম কী?

উত্তর : প্রশ্নোক্ত কারণে তাকে সাহু সেজদা আদায় করতে হবে। সাহু সেজদা আদায় না করে থাকলে ওই নামাজ পুনরায় পড়তে হবে। (খোলাসাতুল ফাতাওয়া : ১/১৭৭, হাশিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ : ২৫০, ফতোয়ায়ে কাজিখান : ১/৭২, আল মুহিতুল বোরহানি : ২/৬০, ফতোয়ায়ে তাতারখানিয়া : ২/৩৯৭, ইমদাদুল আহকাম : ১/৬৮৬, আহসানুল ফাতাওয়া : ৪/৩৬)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত