তাসাউফ [আত্মশুদ্ধির বয়ান]
আত্মশুদ্ধির উপায়-উপকরণ, গুরুত্ব, প্রয়োজনীয়তা ও অবলম্বনের সঠিক দিকনির্দেশনাবিষয়ক বই ‘তাসাউফ [আত্মশুদ্ধির বয়ান]’। লিখেছেন শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানি। উর্দু থেকে সাবলীল ভাষায় অনুবাদ করেছেন দৈনিক আলোকিত বাংলাদেশের সহ-সম্পাদক মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ। ফিকরাহ পাবলিকেশন থেকে প্রকাশিত ৩২০ পৃষ্ঠার বইটির মূল্য ২৫০ টাকা। মেলায় ভাষাপ্রকাশ (স্টল নং ৫২৬, ৫২৭ ও ৫২৮)-এ পাওয়া যাবে।
রিয়তনামা
শরিয়তুল্লাহর জীবনভিত্তিক উপন্যাস ‘শরিয়তনামা’। লিখেছেন ইত্তিহাদ পাবলিকেশনের সম্পাদক ও তরুণ কথাশিল্পী আবদুল্লাহ আল মুনীর। ইলহাম থেকে প্রকাশিত ২৬৪ পৃষ্ঠার বইটির মূল্য ৪১৩ টাকা। মেলায় ঐতিহ্য (স্টল নং ২৫)-এ পাওয়া যাবে।
খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক (রা.)
ইসলামের প্রথম খলিফা সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক (রা.)-এর জীবন নিয়ে রচিত ‘খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক (রা.)’। লিখেছেন প্রখ্যাত লেখক, গবেষক ও ইতিহাসবিদ ড. আলি সাল্লাবি। আরবি থেকে সহজ ও সাবলীল অনুবাদ করেছেন প্রাজ্ঞ অনুবাদক আবদুর রশীদ তারাপাশী। কালান্তর প্রকাশনী থেকে প্রকাশিত ৬০৪ পৃষ্ঠার বইটির মূল্য ৬৯০ টাকা। মেলায় নহলী প্রকাশনী (স্টল নং ৪০৮)-এ পাওয়া যাবে।
মসজিদ [আদাব-আহকাম, পরিচালনা, দায়িত্ব ও কর্তব্য]
মসজিদ সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ, পরিচালনা, দায়িত্ব ও কর্তব্য বিষয়ক বই ‘মসজিদ’। লিখেছেন মুফতি এহতেশামুল হক কাসিমী। কালান্তর প্রকাশনী থেকে প্রকাশিত ১৬০ পৃষ্ঠার বইটির মূল্য ২৮০ টাকা। মেলায় নহলী প্রকাশনী (স্টল নং ৪০৮)-এ পাওয়া যাবে।
সহিহ দাওয়াত ও তাবলিগ
রাসুল (সা.) নির্দেশিত সঠিক পদ্ধতিতে দাওয়াত ও তাবলিগের কর্মযজ্ঞের নির্দেশনাবিষয়ক বই ‘সহীহ দাওয়াত ও তাবলিগ’। লিখেছেন মুফতি কাজি সিকান্দার। কলম একাডেমি প্রকাশিত ৬৪ পৃষ্ঠার বইটির মূল্য ১০০ টাকা। মেলায় সাহিত্যাদেশ প্রকাশনী (স্টল নং ৩৪১)-এ পাওয়া যাবে।