বায়তুশ শরফ ঢাকার ইসলামি গবেষণা কেন্দ্র উদ্বোধন
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ইসলাম ও সমাজ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকাল ৩টায় বায়তুশ শরফ ইসলামি গবেষণা কেন্দ্র ঢাকার শুভ উদ্বোধন ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী, বাংলাদেশ বিজ্ঞান একাডেমির প্রাক্তন সভাপতি, সাউথ ইস্ট ইউনিভার্সিটির সাবেক উপাচার্য এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. শমশের আলী বলেন, মুসলমানদের দ্বারা স্থাপিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও গ্রন্থাগার বিশ্বসভ্যতায় জ্ঞানচর্চা ও শিল্প-সংস্কৃতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। মধ্যযুগের ইসলামি শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো সারাবিশ্বে জ্ঞান-বিজ্ঞান ও শিল্প-সংস্কৃতি চর্চার অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে খ্যাত ছিল; যা আজও নিদর্শন হিসেবে সমুজ্জ্বল। ড. শমসের আলী বলেন, মসজিদে নববিতে বসেই মহানবী (সা.) ইবাদত-বন্দেগির পাশাপাশি জ্ঞানচর্চাসহ নবগঠিত মদিনা রাষ্ট্রের যাবতীয় কাজের আঞ্জাম দিয়েছেন। সুতরাং দ্বীনের মূলভিত্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের পাশাপাশি অন্যান্য কার্যাবলি সম্পাদনেও মসজিদের ভূমিকা প্রাসঙ্গিক ও অনস্বীকার্য। মসজিদের সঙ্গে মুসলমানদের দৈনন্দিন জীবন ওৎপ্রোতভাবে জড়িত। মুসল্লিরা প্রতিদিন পাঁচবার মসজিদে মিলিত হয়ে সালাত আদায়ের পাশাপাশি পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলে। ফলে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে গড়ে ওঠে একটি আধ্যাত্মিক সুশীল সমাজ। এ লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখেই বায়তুশ শরফের পীর সাহেব মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার (রহ.) মসজিদভিত্তিক সমজ নির্মাণে আজীবন কাজ করে গেছেন। তিনি প্রচলিত পীর প্রথায় সংস্কার সাধন করে নবধারা সৃষ্টি করেছিলেন। আধ্যাত্মিকতাকে শিক্ষা-সংস্কৃতি ও সেবামূলক বহুমুখী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেন। আধ্যাত্মিক ও জাগতিক সমন্বিত জীবনদর্শনে তার অনুসৃত ও প্রতিষ্ঠিত কর্মপদ্ধতি সত্যিকারের আধ্যাত্মিকতা চর্চাকারীদের জন্য উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে থাকবে।
ড. শমশের আলী বলেন, প্রচলিত পীর-মুরিদির আবহে পরিবেষ্টিত না থেকে বায়তুশ শরফের মরহুম পীর আল্লামা শাহ আবদুল জব্বার ইহ ও পারলৌকিক কল্যাণে নিবেদিত থেকে যেভাবে দেশে ইসলামের বাণী ছড়িয়ে দিয়েছেন, তা অনুসরণীয় ও অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি ইসলামপ্রিয় সকল মানুষকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে আলেম সমাজের ঐক্যবদ্ধ ভূমিকাকে নিয়ামক শক্তি মনে করতেন। চট্টগ্রাম কেন্দ্রীয় বায়তুশ শরফে ইসলামি গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে তদানীন্তন দেশের বিদগ্ধ আলেমণ্ডওলামা, ইসলামিক স্কলারদের আমন্ত্রণ জানিয়ে সেমিনার-সিম্পোজিয়ামের আয়োজন করতেন। বাবার পদাঙ্ক অনুসরণ করে বায়তুশ শরফের পীর সাহেব কর্তৃক ঢাকা বায়তুশ শরফ কমপ্লেক্স ইসলামি গবেষণা কেন্দ্রের উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনারে সভাপতিত্ব করেন বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সভাপতি, রাহবারে বায়তুশ শরফ, বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভি। ‘আধ্যাত্মিক ও জাগতিক জীবন দর্শন : মাওলানা আবদুল জব্বার (রহ.)-এর সাধনা’ শিরোনামে মূল প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম দারুল উলুম কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার প্রভাষক (আরবি) ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। বায়তুশ শরফ ইসলামি গবেষণা কেন্দ্র, ঢাকার পরিচালক ড. মুহাম্মদ ঈসা শাহেদীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ ঢাকা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ আবদুল মালেক মোল্লা। বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আখতারুজ্জামান, সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ শামসুল আলম, ঢাকা বায়তুশ শরফ কমপ্লেক্সের সহ-সভাপতি জহুরুল ইসলাম চৌধুরী, আনজুমানে ইত্তেহাদ কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। ধন্যবাদ জ্ঞাপনমূলক বক্তব্য রাখেন আনজুমানে ইত্তেহাদ ঢাকা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ গোলাম মোস্তফা। স্বাগত বক্তব্য রাখেন ড. মুহাম্মদ ঈসা শাহেদী, শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদ বায়তুশ শরফ ঢাকার ইমাম ও খতিব মাওলানা জাফর আহমদ, বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ ও আনজুমানে ইত্তেহাদের দপ্তর সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইংরেজি বিভাগের অধ্যাপক শফিউর রহমান, গবেষক অধ্যাপক ড. মুহাম্মদ ওয়ালি উল্লাহ মুঈন।
এ ছাড়া উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ ঢাকা শাখার সহ-সভাপতি ও রাজউকের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নূরুল হুদা, বায়তুশ শরফ মাদ্রাসা ঢাকার পরিচালনা কমিটির সেক্রেটারি হাসান ইকবাল, মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী, বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদের প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ, আনজুমানে ইত্তেহাদের সহ-দপ্তর সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন, বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার তোলাবায়ে সাবেকিনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন, আনজুমানে নওজোয়ান সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মুফিজ উদ্দিন, মুহাম্মদ আবদুল কাইয়ুম প্রমুখ। অনুষ্ঠান শেষে রাহবারে বায়তুশ শরফকে আন্তর্জাতিক ইসলামিক স্কলার, আওলাদে রাসুল (সা.) আল্লামা শায়খ সাইয়্যিদ সালমান হোসাইনি নদভি কর্তৃক কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, চিশতিয়া ও অন্যান্য তরিকতের খেলাফত এবং সিহাহ সিত্তাহসহ হাদিস শাস্ত্রের গ্রন্থসমূহের পাঠদানের অনুমতি ও মুত্তাসিল হাদিসের সনদ প্রদান করায় বায়তুশ শরফ কমপ্লেক্স ঢাকা শাখার পক্ষ হতে রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।