ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মুফতি মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

সাবেক সহকারী মুফতি, জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম (গওহরডাঙ্গা মাদ্রাসা), টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ
মুফতি মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

প্রশ্ন : খরগোশের গোশত খাওয়া যাবে?

উত্তর : খরগোশের গোশত হালাল। (তিরমিজি : ১৭৮৯, ইলাউস সুনান : ১৭/১৯২, ফতোয়ায়ে কাজিখান : ৩/২৫৩, আদ্দুররুল মুখতার : ৬/২০৭, ফতোয়ায়ে মাহমুদিয়া : ১৮/২৪২, ফতোয়ায়ে আবদুল হাই লখনবি : ৪০২, আপকে মাসায়েল আওর উনকা হল : ৫/৪৯৭)।

প্রশ্ন : আমার বাড়ির পাশে হিন্দুদের বসতি আছে। রাস্তাঘাটে চলাচলের সময় তাদের কেউ কেউ হঠাৎ সালাম দিয়ে বসে। জানার বিষয় হলো, তাদের সালামের জবাব দেওয়া যাবে?

উত্তর : হ্যাঁ, তাদের সালামের জবাব দেওয়া যাবে। তবে এ ক্ষেত্রে শুধু ‘ওয়া আলাইকা’ বলবে। (বোখারি : ৬২৫৭, ফতোয়ায়ে কাজিখান : ৩/৩০৭, ফতোয়ায়ে আলমগিরি : ৫/৩৭৭, আহসানুল ফাতাওয়া : ৮/১৩৫, ফতোয়ায়ে তাতারখানিয়া : ১৮/১৮, ফতোয়ায়ে বাজ্জাজিয়া : ৩/২০০, আদ্দুররুল মুখতার : ৬/৪১২, কিফায়াতুল মুফতি : ১২/২২৫)।

প্রশ্ন : শাশুড়ি ইন্তেকাল করার পর শ্বশুর দ্বিতীয় বিয়ে করেছেন। এখন এই সৎ শাশুড়ির সঙ্গে পর্দা রক্ষা করতে হবে?

উত্তর : হ্যাঁ, সৎ শাশুড়ির সঙ্গে পর্দা করা জরুরি। (আল মাবসুত লিস সারাখসি : ৪/২, মাজমাউল আনহুর : ১/৪৮০, ফতোয়ায়ে আলমগিরি : ১/৩৪৩, কিফায়াতুল মুফতি : ৬/৫৪০, ইমদাদুল ফাতাওয়া : ২/২৩৭)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত