ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মুফতি মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

সাবেক সহকারী মুফতি জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম (গওহরডাঙ্গা মাদ্রাসা), টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ
মুফতি মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

প্রশ্ন : রোজা রেখে স্ত্রীকে চুম্বন করা যাবে?

উত্তর : নিজের ওপর নিয়ন্ত্রণ থাকলে রোজা রেখে স্ত্রীকে চুম্বন করলে কোনো অসুবিধা নেই। নিয়ন্ত্রণ না থাকার আশঙ্কা হলে মাকরুহে তাহরিমি। আর যুবকদের জন্য নিয়ন্ত্রণ কঠিন বিধায় তাদের জন্য রোজা রেখে স্ত্রীকে চুম্বন করা মাকরুহে তাহরিমি। (সুনানে আবি দাউদ : ৩৩৮৭, মারাকিল ফালাহ : ৬৮০)।

প্রশ্ন : রমজানে স্ত্রীর কথা চিন্তা করে কারও বীর্যস্খলন হয়ে গেলে রোজা ভেঙে যাবে?

উত্তর : রমজানে স্ত্রীর কথা চিন্তা করে কারও বীর্য বেরিয়ে গেলে রোজা ভাঙবে না। অবশ্য এ সময় অন্তরে এসব বিষয় স্থান দেওয়া ভালো নয়। (ইজাহুল মাসায়েল : ৮৯)।

প্রশ্ন : স্বপ্নদোষ হলে রোজার কোনো ক্ষতি হয়?

উত্তর : না, স্বপ্নদোষ হলে রোজার কোনো ক্ষতি হয় না। (বোখারি : ১৯৩০-১৯৩১, মারাকিল ফালাহ : ৩৬২)।

প্রশ্ন : স্ত্রীর বাঁধা দেওয়া সত্ত্বেও স্বামী জোর করে সহবাস করলে এদের উভয়ের ওপর রোজার কাফফারা দিতে হবে কী?

উত্তর : প্রশ্নোক্ত অবস্থায় স্বামীর ওপর কাজা ও কাফফারা উভয়টি আবশ্যক। অবশ্য স্ত্রীর জন্য শুধু একটি রোজা কাজা করতে হবে, কাফফারা লাগবে না। (ফাতহুল বারি : ৪/২০৪, ফতোয়ায়ে বাজ্জাজিয়া : ৪/১০২-১০৩)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত