মুফতি শামিম আহমদ

ইমাম ও খতিব, বায়তুর রহমান জামে মসজিদ, সলিমুল্লাহ রোড, মুহাম্মদপুর, ঢাকা

প্রকাশ : ০৩ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

প্রশ্ন : নারীরা অন্যান্য নারীদের সঙ্গে মিলে নিজ মাহরাম ছাড়া হজ আদায় করতে পারবে?

উত্তর : মাহরাম ছাড়া অন্যান্য সফরের মতো হজের সফর করাও নারীদের জন্য নাজায়েজ। এ কারণে তারা গোনাহগার হবে। তবে এতে ফরজ হজ আদায় হয়ে যাবে। (আদ্দুররুল মুখতার ২/৪৬৫)।

প্রশ্ন : মুহরিম ব্যক্তি ইহরাম অবস্থায় গৃহপালিত পশুপাখি জবাই করতে পারবে?

উত্তর : হ্যাঁ, পারবে। (বাদায়েউস সানায়ে : ২/৪৬২)।

প্রশ্ন : ইহরাম অবস্থায় কেউ হোঁচট খেয়ে পড়ে গেল। এতে তার ডান পায়ের বৃদ্ধাঙুলির নখ অনেকটা উঠে যায়। নখটি ঝুলে থাকায় কষ্ট হচ্ছিল বলে কেটে ফেলল। এতে তার ওপর দম বা সদকা ওয়াজিব হয়েছে?

উত্তর : না, প্রশ্নোক্ত কারণে তার ওপর কোনো কিছু ওয়াজিব হয়নি। (মুসান্নাফে ইবনে আবি শায়বা : ১২৯০৩, বাদায়েউস সানায়ে : ২/৪২৫)।

প্রশ্ন : ইহরাম অবস্থায় একটি ইঁদুর মুহরিমের সামনে পড়ল। সে ওটাকে মেরে ফেলল। এ কারণে তার ওপর কোনো দম বা সদকা ওয়াজিব হবে?

উত্তর : না। (ফতোয়ায়ে কাজিখান : ১/১৭৭)।

প্রশ্ন : হজের উদ্দেশে মক্কা যাওয়ার পর এক নারীর ঋতুস্রাব আরম্ভ হলো। এমতাবস্থায় সে হজের কাজগুলো কীভাবে পালন করবে?

উত্তর : প্রশ্নোক্ত নারী তওয়াফ ছাড়া হজের বাকি কাজ অন্যান্য হাজীর মতো আদায় করবে। আর পবিত্র হওয়ার পর তওয়াফের কাজা করে নেবে। (ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ : ৬/৫৪৬)।