ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাত পাণ্ডুলিপি প্রতিযোগিতা

সিরাত পাণ্ডুলিপি প্রতিযোগিতা

বাংলা ভাষায় রাসুলুল্লাহ (সা.)-এর মৌলিক সিরাত রচনার ধারা বেগবান করার লক্ষ্যে ধর্মীয় প্রকাশনা প্রতিষ্ঠান ‘ইলহাম’ আয়োজন করেছে ‘সিরাত পাণ্ডুলিপি প্রতিযোগিতা ২০২৪’। ৩১ আগস্ট ২০২৪-এর মধ্যে সম্পূর্ণ মৌলিক ও অপ্রকাশিত বাংলা ভাষার ন্যূনতম ৩০ হাজার শব্দের পাণ্ডুলিপি আহ্বান করেছে প্রতিষ্ঠানটি। যেকোনো দেশের যেকোনো বয়সের ব্যক্তি এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। তবে রচনায় কোনো কপি প্রমাণিত হলে কিংবা কপিরাইট বিধির লঙ্ঘন পরিদৃষ্ট হলে পাণ্ডুলিপি বর্জিত হবে। প্রতিযোগী ইলহাম আয়োজিত যেকোনো প্রতিযোগিতার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। নির্বাচিত পাণ্ডুলিপিটি প্রকাশ করবে ইলহাম। বিজয়ী লেখককে পুরস্কার হিসেবে নগদ ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হবে। নির্বাচিত আরো ৯ জন লেখক পাবেন ক্রেস্ট ও সম্মাননা। নির্বাচিত পাণ্ডুলিপি ছাড়াও প্রতিযোগিতায় অংশ নেওয়া মানসম্পন্ন পাণ্ডুলিপিগুলো সাধারণ বিধি অনুসারে প্রকাশের প্রস্তাব থাকবে। এ ফোর সাইজের কাগজে পাণ্ডুলিপির প্রিন্ট কপি সরাসরি ইলহামের অফিসে কিংবা কুরিয়ারযোগে জমা দিতে হবে। পিডিএফ তৈরি করে মেইল করাও যাবে।

পাণ্ডুলিপি পাঠানোর ঠিকানা

৩/১-এইচ পুরানা পল্টন, ঢাকা ১০০০

[email protected]

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত